'দর্শকরা ভালো খেলা দেখার আশা নিয়ে এসেছিল। খবরের কাগজে দেখি কালো কাপড়ে ঘিরে অনুশীলন হচ্ছে। আমরা মাঠে দেখতে পেলাম না। একেবারেই সাদামাটা ম্যাচ'। আইএফএ শিল্ড ফাইনাল দেখে বললেন অরূপ বিশ্বাস।