Advertisement

India vs Pakistan: পরের মাসেই ভারত vs পাকিস্তান, কবে কোথায় মুখোমুখি হবেন নীরজ-আরশাদ?

পাহেলগাঁও আক্রমণের পর, অপারেশন সিঁদুর সব মিলিয়ে বেশ তিক্ত ভারত-পাকিস্তান (India vs Pakistan) সম্পর্ক। এর মধ্যেই ফের মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের আরশাদ নাদিম (Arshad Nadeem) ও ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথ দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্টে (Neeraj Chopra Classics)। 

নীরজ চোপড়া বনাম আরশাদ নাদিমনীরজ চোপড়া বনাম আরশাদ নাদিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 9:21 AM IST

পাহেলগাঁও আক্রমণের পর, অপারেশন সিঁদুর সব মিলিয়ে বেশ তিক্ত ভারত-পাকিস্তান (India vs Pakistan) সম্পর্ক। এর মধ্যেই ফের মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের আরশাদ নাদিম (Arshad Nadeem) ও ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথ দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্টে (Neeraj Chopra Classics)। 

কেন এলেন না নাদিম?
তবে পাহেলগাঁও হামলার কারণে পিছিয়ে যায় সেই টুর্নামেন্ট। নাম প্রত্যাহার করে নেন পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিম। তবে এ বার খুশির খবর ক্রীড়াপ্রেমীদের জন্য। অগস্ট মাসে মুখোমুখি হবে দুই যুযুধান প্রতিপক্ষ। সিলেসিয়া ডায়মন্ড লিগে অংশ নেবেন নীরজ চোপড়া ও আরশাদ নাদিম। কবে হবে এই ম্যাচ? ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে মুখোমুখি হয়েছিলেন এই দুই অ্যাথলিট। সেখানে শেষ হাসি হেসেছিলেন আরশাদ নাদিম। ৯২.৯৭ মিটার থ্রোয়ে সোনা জিতেছিলেন আরশাদ। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজকে। এ বার পোল্যান্ডে সিলেসিয়া ডায়মন্ড লিগে নীরজের সামনে সুযোগ বদলা নেওয়ার। ১৬ অগস্ট এই টুর্নামেন্টে মুখোমুখি হবেন তাঁরা।

এবার কোথায় লড়াই?
অলিম্পিক্সের পর থেকেই কঠিন পরিশ্রম করছেন নীরজ। সেটার ফলও পেয়েছেন। ৯০ মিটারের গন্ডি টপকে জিতেছেন প্যারিস ডায়মন্ড লিগ। সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তাই আরশাদকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত তিনি।

এই দ্বৈরথের কথা নিশ্চিত করেছেন সিলেসিয়া ডায়মন্ড লিগ টুর্নামেন্টের আয়োজকরা। শনিবার একটি বিবৃতিতে তাঁরা বলেন, ‘নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম মুখোমুখি হবেন এই টুর্নামেন্টে। প্যারিস অলিম্পিক্সের পরে ভারত-পাক দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন পোলিশ ক্রীড়াপ্রেমীরা। ইউরোপিয়ান সার্কিটে খুব একটা দেখা যায় না আরশাদকে। তবে ১৬ অগস্ট নীরজের বিরুদ্ধে মেগা ম্যাচে নামবেন তিনি।’

বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ। অলিম্পিক্সে সোনাজয়ী আরশাদ। ভারত-পাক সংঘাতের পরে এই মেগা ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। 

Read more!
Advertisement
Advertisement