Advertisement

Manu Bhaker Paris Olympics 2024 Medal Hattrick: পদকজয়ের হ্যাটট্রিক হল না মনু ভাকরের, ৪ নম্বরে শেষ করলেন ভারতের শ্যুটার

পদক জয়ের হ্যাটট্রিক হল না মনু ভাকেরের (Manu Bhaker)। মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে চার নম্বরে শেষ করলেন তিনি। শনিবার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন মনু ভাকের। এই ইভেন্টের ফাইনালে অংশ নেন মনু ভাকরসহ আট শ্যুটার। প্রথম সিরিজে মনু ভাকেরের দুটি শট লক্ষ্যবস্তুতে লেগেছিল। প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই দুটি পদক জিতেছেন মানু। দু'টিই ব্রোঞ্জ। শনিবার আরও একটি পদক জিতে হ্যাটট্রিক করতে চেয়েছিলেন ভারতের শ্যুটার। তবে সেই স্বপ্ন সফল হল না।

Aajtak Bangla
  • প্যারিস,
  • 03 Aug 2024,
  • अपडेटेड 1:48 PM IST

পদক জয়ের হ্যাটট্রিক হল না মনু ভাকেরের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে চার নম্বরে শেষ করলেন তিনি। শনিবার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন মনু ভাকের। এই ইভেন্টের ফাইনালে অংশ নেন মনু ভাকরসহ আট শ্যুটার। প্রথম সিরিজে মনু ভাকেরের দুটি শট লক্ষ্যবস্তুতে লেগেছিল। প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই দুটি পদক জিতেছেন মানু। দু'টিই ব্রোঞ্জ। শনিবার আরও একটি পদক জিতে হ্যাটট্রিক করতে চেয়েছিলেন ভারতের শ্যুটার। তবে সেই স্বপ্ন সফল হল না।

প্রথম সিরিজের পর ছয় নম্বরে ছিলেন মনু। তৃতীয় সিরিজের পর দ্বিতীয় স্থানে উঠে আসেন মনু। পঞ্চম সেটে পাঁচটি শটের প্রত্যেকটিই টার্গেটে রেখে তিন নম্বরে ছিলেন মনু। ষষ্ঠ সেটে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে আসেন মনু। একই পয়েন্ট নিয়েও তিন নম্বরে ছিলেন। সপ্তম সেটে একটা শট মনু টার্গেটে রাখতে ব্যর্থ হলেও, শীর্ষে থাকা ইয়াং জিন দুটি শট বাইরে মারেন। ২৭ পয়েন্ট নিয়ে তবুও শীর্ষেই ছিলেন তিনি। ১ পয়েন্ট দূরে ছিলেন ভারতীয় শ্যুটার। 

আটটি সিরিজের পর, মনু এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজরের সমান ২৮-২৮ পয়েন্ট ছিল। এই অবস্থায় শুটঅফ হয়, সেখানেই হেরে যান মনু। শ্যুটঅফে, হাঙ্গেরিয়ান শ্যুটার ৫টি শটের মধ্যে ৩টি শট টার্গেটে রাখতে পারলেও মনু লক্ষ্যে পাঁচটি শটের মধ্যে দুটি টার্গেটে রাখেন।
 

এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। এ বারের অলিম্পিক্সে এটাই ছিল তাঁর এবং ভারতের প্রথম পদক। পরে সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন মনু। যার কারণে তাঁর ঝুলিতে এখন দুটি পদক রয়েছে। স্বাধীনতার পরে এক অলিম্পিকে জোড়া পদকজায়ী প্রথম ভারতীয় হয়েছেন মনু।

Advertisement

শনিবারের ইভেন্টের পর কান্নায় ভেঙে পড়েন ভারতের শ্যুটার। তাঁকে সান্ত্বনা দেন ভারতীয় দলের অন্য সদস্যরা।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement