Advertisement

Paris Olympics 2024: হাঁটু গেড়ে প্রেমিকের প্রেম নিবেদন, সোনা জিতেই বিয়ের প্রস্তাব পেলেন শাটলার, VIRAL VIDEO

২০২৪ প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। অলিম্পিকে পদক জয়ের পাশাপাশি আরও অনেক ঘটনাই মনে দাগ কেটেছে সাধারন মানুষের মধ্যে। যেমন, অন্তঃসত্ত্বা ইয়ালাগুল রামাজানোভা এবং নাদা হাফেজের অংশগ্রহণ কিংবা কোনো গার্ড ছাড়াই শুটিং ইভেনেটে রুপো জয় তুর্কীর ইউসুফ ডিকেচ। নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার অলিম্পিকে বিয়ের প্রস্তাব। সোনার পদক জয়ের পরই প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন চিনের হুয়াং ইয়াকিওং। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল। মন কেড়েছে নেটিজেনদের। 

paris olympics 2024paris olympics 2024
Aajtak Bangla
  • প্যারিস,
  • 03 Aug 2024,
  • अपडेटेड 7:25 PM IST

২০২৪ প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। অলিম্পিকে পদক জয়ের পাশাপাশি আরও অনেক ঘটনাই মনে দাগ কেটেছে সাধারন মানুষের মধ্যে। যেমন, অন্তঃসত্ত্বা ইয়ালাগুল রামাজানোভা এবং নাদা হাফেজের অংশগ্রহণ কিংবা কোনো গার্ড ছাড়াই শুটিং ইভেনেটে রুপো জয় তুর্কীর ইউসুফ ডিকেচ। নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার অলিম্পিকে বিয়ের প্রস্তাব। সোনার পদক জয়ের পরই প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন চিনের হুয়াং ইয়াকিওং। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল। মন কেড়েছে নেটিজেনদের। 

ঘটনাটি ঘটেছে ব্যাডমিন্টনের মিক্সড ডবলস ইভেন্ট ফাইনালের পর। ম্যাচে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সোনার পদক জিতে নেন চিনের হুয়াং ইয়াকিওং। পোডিয়াম থেকে নেমে সমর্থকদের সঙ্গে পদক জয়ের আনন্দ যখন ভাগ করতে এগিয়ে যাচ্ছেন তখনই ঘটে এই ঘটনা। টোকিও অলিম্পিক্সের পুরুষ ডবলস ব্যাডমিন্টনে রুপো জয়ী চিনের লিউ ইউচেন হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর হুয়াংকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন লিউ। গোটা পরিস্থিতে আবেগপ্রবন হয়ে ওঠেন হুয়াং।  সেই প্রস্তাবে রাজিও হয়ে যান তিনি। এবং গোটা স্টেডিয়াম তাদের অভিনন্দন জানায়। তাদের পরিবারের সদস্যরা ভিডিও কলের মাধ্যমে গোটা বিষয়টি চাক্ষুস করেন। আর এই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের। 

এই নিয়ে ইয়াকিওং বলেন, 'আমি প্রচণ্ড খুশি। নিজের আবেগ ভাষায় প্রকাশ করতে পারছি না। সোনা পাওয়াটা আমার পরিশ্রমের ফসল। আর বিয়ের প্রস্তাব পেয়ে আমি অবাক। ভাবিনি এমনটা হবে।' হুয়াং ইয়াকিওং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন , দুইবার এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী এবং দুইবার এশিয়ান চ্যাম্পিয়ন । তিনি ২০২০ অলিম্পিকেও একটি রুপো পদক জিতেছিলেন।  

শনিবার অলিম্পিকে নিজের তৃতীয় পদকের হাতছানি ছিল মনুর সামনে। তবে সেই ইভেন্টে চতুর্থ থেকে শেষ করেন মনু। সোনা জয়ের হাতছানি ছিল তাঁর সামনে। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে ওঠেন তিনি। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্টে ও মিক্সড টিম ইভেন্টেও পদক জেতেন। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন মনু। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement