ইতিমধ্যেই দু'টি ব্রোঞ্জ জিতে মনু ভাকের (Manu Bhakar) ইতিহাস গড়েছেন। প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) পঞ্চম দিনে কোন কোন ক্রীড়াবিদ নামতে চলেছেন? কখন কীভাবে এই ফ্রিতে এই ম্যাচগুলি দেখতে পাবেন? বুধবার তারকাদের মধ্যে নামছেন লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain), লক্ষ্য সেন (Laksha Sen), পিভি সিন্ধুরা (PV Sindhu)। পঞ্চম দিনে ভারত কোনও সাফল্য পায় কিনা সেটাই এখন দেখার।
কীভাবে ফ্রিতে দেখবেন অলিম্পিকের ইভেন্টগুলি?
ফ্রিতে দেখা যাচ্ছে এবারের প্যারিস অলিম্পিক। তবে সেক্ষেত্রে জিও-র কানেকশন থাকতে হবে। জিও সিনেমায় (Jio Cinema) দেখা যাবে ম্যাচগুলি। পাশাপাশি জিও টিভিতেও (Jio TV) দেখা যাবে এই ম্যাচগুলি। তবে সেক্ষেত্রে সোনি টেন টু-তে দেখতে হবে। এছাড়াও টিভিতে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে এই ম্যাচগুলি সরাসরি দেখা যাবে।
শুটিং
দুপুর ১২.৩০ - ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন পুরুষ কোয়ালিফিকেশন রাউন্ড - প্রতাপ সিং ও স্বপনীল
দুপুর ১২.৩০ - মহিলা ট্র্যাপ কোয়ালিফিকেশন রাউন্ড - ২য় দিন - শ্রেয়সী সিং ও রাজশ্রী কুমারী
রোয়িং
দুপুর ১.২৪ - পুরুষ সিঙ্গেলস স্কালস - ক্লাসিফিকেশন সেমিফাইনাল- বলরাজ পানওয়ার
অশ্বারোহণ
দুপুর ১.৫৮ - অনুষ আগরওয়াল
টেবিল টেনিস
দুপুর ২.৪০ - মহিলা সিঙ্গেলস রাউন্ড অফ ৩২ শ্রীজা আকুলা বনাম জেঙ জাইন (সিঙ্গাপুর)
রাত ৮.৪০ - মহিলা সিঙ্গেলস রাউন্ড অফ ১৬ মনিকা বাত্রা বনাম এখনও প্রতিপক্ষ ঠিক হয়নি
তীরন্দাজ
দুপুর ৩.৫৬ - মহিলা সিঙ্গেলস রাউন্ড অফ ৬৪ - দীপিকা কুমারী বনাম পর্নাত (এস্তোনিয়া)
রাত ২১.২৮ - পুরুষ সিঙ্গেলস রাউন্ড অফ ৬৪ - তরুণদ্বীপ রাই বনাম হল (ব্রিটেন)
ব্যাডমিন্টন
দুপুর ১২.৫০ - মহিলা সিঙ্গেলস গ্রূপ ম্যাচ - সিন্ধু বনাম কুবা (এস্তোনিয়া)
দুপুর ১.৪০ - পুরুষ সিঙ্গেলস গ্রূপ ম্যাচ - লক্ষ্য সেন বনাম জনাটন (ইন্দোনেশিয়া)
রাত ১১ - পুরুষ সিঙ্গেলস গ্রূপ ম্যাচ - প্রন্নয় বনাম ডুক লি (ভিয়েতনাম)
বক্সিং
দুপুর ৩.৫০ - মহিলা ৭৫ কেজি বিভাগ -রাউন্ড অফ ১৬ লোভলিনা বনাম হফস্টাড (নরওয়ে)
রাত ১২.৩৪ - পুরুষ ৭১ কেজি বিভাগ - রাউন্ড অফ ১৬ নিশান্ত দেব বনাম তেনোরিও (ইকুয়েডর)