Advertisement

Paris Olympics 2024: পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে হারাল ভারত, হকিতে স্বপ্ন দেখাচ্ছেন হরমনপ্রীতরা

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে পিছিয়ে গিয়েও জয় পেল ভারত (Indian Hockey Team)। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) দারুণ জয় পেল ভারতীয় দল। ৩-২ গোলে তারা হারাল নিউজিল্যান্ডকে। 

ভারতীয় হকি দল
Aajtak Bangla
  • প্যারিস,
  • 27 Jul 2024,
  • अपडेटेड 10:50 PM IST

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে পিছিয়ে গিয়েও জয় পেল ভারত (Indian Hockey Team)। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) দারুণ জয় পেল ভারতীয় দল। ৩-২ গোলে তারা হারাল নিউজিল্যান্ডকে। 

ম্যাচের শুরুতেই গোল খায় ভারত। আট মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল পায় নিউজিল্যান্ড। এরপর একের পর এক আক্রমণ করেও গোল করার রাস্তা সেভাবে পাচ্ছিলেন না ভারতীয় দলের খেলোয়াড়রা। বেশি খেলোয়াড় নামিয়ে দেওয়ায় এক কিউয়ি প্লেয়ারকে হলুদ কার্ড দেখানো হলেও দারুণ ডিফেন্স করতে থাকেন কিউয়ি খেলোয়াড়রা। তবে দ্বিতীয় কোয়ার্টারে ১০ মিনিটের মাথায় সমতা ফেরায় ভারত। প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল পায়নি ভারতীয় দল। দ্বিতীয় পেনাল্টি কর্নারে মনদীপ সিং গোল করে সমতা ফেরান। 
 

শুরুতে গোল খেয়ে যায় ভারত
গোল করার পর আরও বেশি আক্রমণ করতে থাকে ভারত। তৃতীয় কোয়ার্টারে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। গোল করতে ভুল করেনি ভারতীয় দল। যদিও সেই গোল নিয়ে বিতর্ক হয়। তবে নজের সিদ্ধান্তে অনড় ছিলেন আম্পায়ার। ফলে গোল পেয়ে যায় ভারতীয় দল। চতুর্থ কোয়ার্টারে একের পর এক পেনাল্টি কর্নার পেতে থাকে নিউজিল্যান্ড। ম্যাচ শেষ হতে সাত মিনিট বাকি থাকতে সমতা ফেরায় কিউয়িরা।
 

দারুণ জয় ভারতের
তবে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে দুবার পেনাল্টি কর্নার পায় ভারত। শেষ পেনাল্টি কর্নার থেকে পেনাল্টি স্ট্রোক পায় ভারতীয় দল। সেখান থেকে ঠান্ডা মাথায় গোল করে যান ক্যাপ্টেন হরমনপ্রীত। এরপরেও সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল নিউজিল্যান্ডের সামনে। ফলে হরমনপ্রীতের গোলই জিতিয়ে দিল ভারতীয় দলকে। 

তবে গোটা ম্যাচে প্রচুর পেনাল্টি কর্নার দেয় ভারত। এটা চিন্তার কারণ হতে পারে তাদের জন্য। ভারতীয় দল এখনও অবধি সবচেয়ে বেশিবার হকিতে সোনা জিতেছে। এবার ৪৪ বছরের খরা কি কাটাতে পারবে ভারতীয় দল? সেটাই এখন প্রশ্ন। তবে ভারত প্রথম ম্যাচে দারুণ ফল পেয়েছে।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement