Advertisement

Paris Olympics 2024: রোয়িংয়ে ইতিহাস ভারতের, সিন্ধু-মনুর জয়; অলিম্পিকে আজ একগুচ্ছ পদক জয়ের সম্ভাবনা

শুটিং-এ প্লেয়ার মনু ভাকের যেমন পদক নিশ্চিত করেছেন, তেমনই আজকে নজর থাকবে আজ ভারতীয় অন্য খেলোয়াড়দের দিকে। ইতিমধ্যেই ব্যাডমিন্টনে সিন্ধু জয় দিয়েছে শুরু করেথছেন। ভাল খবর এসেছে  টেবল টেনিস, শুটিং, রোয়িংয়েও।

রোয়িংয়ে ইতিহাস, সিন্ধুর জয়; অলিম্পিকে দ্বিতীয় দিনে একগুচ্ছ পদক জয়ের সম্ভাবনারোয়িংয়ে ইতিহাস, সিন্ধুর জয়; অলিম্পিকে দ্বিতীয় দিনে একগুচ্ছ পদক জয়ের সম্ভাবনা
Aajtak Bangla
  • প্যারিস,
  • 28 Jul 2024,
  • अपडेटेड 4:16 PM IST

ফ্রান্সের বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় মহাযজ্ঞ অলিম্পিক ২০২৪ শুরু হয়েছে। আজ ২৮ জুলাই গেমসের দ্বিতীয় দিন। ভারতীয় খেলোয়াড়রা আজ সুইমিং, বক্সিং, ব্যাডমিন্টনের মত প্রতিযোগিতায় নেমেছে। শুটিং-এ প্লেয়ার মনু ভাকের যেমন পদক নিশ্চিত করেছেন, তেমনই আজকে নজর থাকবে আজ ভারতীয় অন্য খেলোয়াড়দের দিকে। ইতিমধ্যেই ব্যাডমিন্টনে সিন্ধু জয় দিয়েছে শুরু করেথছেন। ভাল খবর এসেছে  টেবল টেনিস, শুটিং, রোয়িংয়েও।

টেবিল টেনিস
টেবিল টেনিসে সৃজা অকুলা রাউন্ড ৩২-এ জায়গা করে নিয়েছেন। উইমেন্স সিঙ্গলসে রাউন্ড ৬৪-এ সৃজা সুইডেনের ক্রিস্টিনা কালভার্টকে হারিয়ে দিয়েছে। ওয়ার্ল্ড নাম্বার ২৫ ফাইভ সৃজা, ক্রিস্টিনাকে ৪-০ সেটে হারিয়ে দেয়। ক্রিস্টিনার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নাম্বার ৫৮।

শ্যুটিং
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে সন্দীপ সিং এবং অর্জুন বাবুতা অংশ নেবে। কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে। টপ এইট শুটার্স ফাইনালে জায়গা তৈরির জন্য লড়াই করবে। ভারতের আশা রয়েছে তাঁরা পরের রাউন্ডে পৌঁছবে।

আরও পড়ুন

এদিকে প্যারিস অলিম্পিকে পদকের সম্ভাবনা তৈরি করে ফাইনালে পৌঁছে গিয়েছেন শুটার রোমিতা জিন্দাল। ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে পৌঁছেছেন তিনি। রোমিতা কোয়ালিফাইং রাউন্ডে মোট ৬৩১.৫ পয়েন্ট এর সঙ্গে পঞ্চম স্থানে ছিলেন। এর ফাইনাল আগামীকাল ২৯ জুলাই খেলা হবে।

রোয়িংয়ে ইতিহাস
এদিকে রোয়িংয়ে ইতিহাস তৈরি করে ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় রোয়িং প্লেয়ার বলরাজ পানওয়ার। বলরাজ প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের এই ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। মঙ্গলবার ৩০ জুলাই পুরুষদের একল স্কলস ইভেন্টে অংশ নেবেন। বলরাজ ৭ মিনিট ১২.৪১ সেকেন্ডের সময় নিয়েছেন এবং মঙ্গোলিয়ার কোয়েটিং অ্যান্টোগোনেলিকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন।

ব্যাডমিন্টন
ব্যাডমিন্টনে প্রত্যাশামতোই দুর্দান্ত জয় দিয়ে নিজের ইভেন্ট শুরু করেছেন পিভি সিন্ধু। সিন্ধু ওমেন্স সিঙ্গেলস গ্রুপে নিজের প্রথম ম্যাচে মালদ্বীপের ফাতিমা নাবাহা আব্দুল রাজ্জাককে সহজ জয়ে উড়িয়ে দিয়েছেন। সিন্ধু এই ম্যাচ ২১-৯,২১-৭ এ জিতেছেন।

ভারত টোকিও অলিম্পিকে সাতটি মেডেল জিতেছিল। এটি ভারতের অলিম্পিক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ছিল। অলিম্পিকে এখনও পর্যন্ত ২৪ অলিম্পিক ইভেন্টে ৩৫ টি পদক জিতেছে। এছাড়াও নজর থাকবে ভারতের গতবারের অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রথম সোনা আনা নীরাজ চোপড়ার, কুস্তি ও বক্সিংয়েও।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement