Advertisement

Paris Olympics 2024: পদক থেকে এক ধাপ দূরে ভারত, ধীরজের তিরে বিদ্ধ স্পেন

অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের তিরন্দাজ দল। তিরন্দাজিতে মিক্সড ইভেন্টের শেষ চারে ভারত ৷ কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৩ ব্যবধানে হারাল ভারত ৷ তবে এখনই পদক জয় নিশ্চিত হয়েছে এমনটা বলা যাবে না। সেক্ষেত্রে আরও একটা রাউন্ড অপেক্ষা করতে হবে।

archeryarchery
Aajtak Bangla
  • প্যারিস,
  • 02 Aug 2024,
  • अपडेटेड 6:41 PM IST

অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের তিরন্দাজ দল। তিরন্দাজিতে মিক্সড ইভেন্টের শেষ চারে ভারত ৷ কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৩ ব্যবধানে হারাল ভারত ৷ তবে এখনই পদক জয় নিশ্চিত হয়েছে এমনটা বলা যাবে না। সেক্ষেত্রে আরও একটা রাউন্ড অপেক্ষা করতে হবে।

প্রথম সেটেই ৩৮-৩৭ পয়েন্টে স্পেনের কানালস এলিয়া ও আছা গঞ্জালেজ পাবলোকে পিছিয়ে দেন ভারতীয় জুটি ধীরজ-অঙ্কিতা ৷ প্রথম সেট জেতার পর, দ্বিতীয় সেট টাই হয়ে যায় ৷ তৃতীয় সেটে আবার জয় পায় স্পেন ৷ নির্ণায়ক সেটে অনবদ্য হয়ে ওঠেন ধীরজ ৷ দু’টি শটেই ১০ পয়েন্ট করে মোট ২০ পয়েন্ট নিয়ে আসেন ৷ তাঁর সেই ২০ পয়েন্টের শটেই স্প্যানিস আর্মাডাকে পিছনে ফেলে ভারত ৷ ৩৭-৩৬ ব্য়বধানে চতুর্থ সেট ও ম্যাচ জেতেন নীল জার্সিধারীরা ৷

এবার ভারত আরও একটা পদক তুলে নিতে পারে কিনা সেটাই দেখার। এর আগে তিরন্দাজরা সেভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মহিলাদের দলগত বিভাগে, পুরুষদের দলগত বিভাগে হেরে ছিটকে গিয়েছে ভারত। তবে শুক্রবার  সেই ভুল করেননি ভারতের তিরন্দাজরা। এর আগে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন অঙ্কিতা ভকত (Ankita Bhakat) ও ধীরাজ বোম্মাদেভারা (Dhiraj Bommadevara)। 

আরও পড়ুন

রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে তিরন্দাজরা ৭০ মিটার দূর থেকে তির নিক্ষেপ করেন। নক আউট পর্বের ম্যাচগুলি সেট হিসাবে হয়। তিরন্দাজরা এক সেট করে তির নিক্ষেপ করেন। যাঁরা সেটে সর্বোচ্চ পয়েন্ট পান, তাঁদের ২ পয়েন্ট পুরস্কার দেওয়া হয়। পয়েন্ট সমান হলে একটি করে সেট পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। মিক্সড টিম ইভেন্টের ক্ষেত্রে প্রত্যেক সেটে থাকে ৪টি করে তির। এক দেশের দুই তিরন্দাজ দুটি করে তির নিশানায় নিক্ষেপ করতে পারেন।    

  

Read more!
Advertisement
Advertisement