Advertisement

Paris Olympics 2024: বড় দায়িত্ব পেতে চলেছেন মনু, সমাপ্তি অনুষ্ঠানে করবেন এই কাজ

২০২৪ প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) অনন্য নজির গড়েছেন ভারতীয় শুটার মানু ভাকের (Manu Bhaker)। একই অলিম্পিক্সে জোড়া পদক জয় করেছেন তিনি। প্রথমে ব্যক্তিগত বিভাগে পদক জয়ের পর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জয় করেন তিনি। যা ভারতীয় হিসাবে অনন্য রেকর্ড। আর মানুর এই কীর্তিকে সম্মানিত করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)। বিশেষ সম্মান দিচ্ছে আইওএ। আগামী ১১ আগস্ট প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন ২২ বছরের শুটার।

manu bhakermanu bhaker
Aajtak Bangla
  • প্যারিস,
  • 04 Aug 2024,
  • अपडेटेड 9:00 PM IST

২০২৪ প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) অনন্য নজির গড়েছেন ভারতীয় শুটার মানু ভাকের (Manu Bhaker)। একই অলিম্পিক্সে জোড়া পদক জয় করেছেন তিনি। প্রথমে ব্যক্তিগত বিভাগে পদক জয়ের পর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জয় করেন তিনি। যা ভারতীয় হিসাবে অনন্য রেকর্ড। আর মানুর এই কীর্তিকে সম্মানিত করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)। বিশেষ সম্মান দিচ্ছে আইওএ। আগামী ১১ আগস্ট প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন ২২ বছরের শুটার।

এখনও পর্যন্ত ভারতের তিনটি পদকই এসেছে শুটিং থেকে। তার মধ্যে দু’টি পদক এসেছে মানু ভাকেরের হাত ধরে। অল্পের জন্য হাতছাড়া হয়েছে তৃতীয় পদক। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মানু। আর তাই তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। মানুর সব ইভেন্ট শেষ হয়ে গেলেও অলিম্পিক্সের শেষ পর্যন্ত তাঁকে থাকতে হবে প্যারিসে। কারণ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহনের দায়িত্ব তাঁকেই দিয়েছে আইওএ।

উদ্বোধনী অনুষ্ঠানের ভারতের দুই পতাকাবাহক ছিলেন শরৎ কমল এবং পিভি সিন্ধু (PV Sindhu)। কিন্তু তারা প্যারিস থেকে দেশে ফিরছেন খালি হাতে। যে কোনও খেলোয়াড়ের কাছেই অলিম্পিক্সের উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের দায়িত্ব গৌরবের। সম্মানের। আর সমাপ্তি মহিলাদের মধ্যে থাকছে মানুর হাতে। পুরুষ খেলোয়াড়দের মধ্যে কে পতাকাবাহক হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

২৫ মিটার রাইফেলে অল্পের জন্য চার নম্বরে শেষ করেন মনু। অল্পের জন্য তৃতীয় ব্রোঞ্জ পদক জিততে না পারায় হতাশ হলেও ভারতকে গর্বিত করেন মনু। আর সেই কারণেই এঈ বড় দায়িত্ব পেতে চলেছেন। 

Read more!
Advertisement
Advertisement