Advertisement

Paris Olympics 2024: চোখে সাধারণ চশমা, লক্ষ্য স্থির; ৫১ বছর বয়সে শ্যুটিং-এ রুপো জিতে VIRAL এই শ্যুটার

পরনে স্রেফ একটা চশমা। পকেটে ঢোকানো হাত। আর অন্য হাতে চালাচ্ছেন পিস্তল। কোনও প্রথাগত শ্যুটিং গিয়ার ছাড়া এভাবেই প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) তুরস্ককে রুপো এনে দিলেন ইউসুফ ডিকেচ (Yusuf Dikec)। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায়। ৫১ বছর বয়সী এই শ্যুটারকে নিয়ে তাই শুরু হয়েছে আলোচনা। ইউসুফের এই ‘সোয়্যাগ’ দেখে অভিভূত নেটিজেনরা। ছড়াচ্ছে একের পর এক মিম। কেউ-কেউ তো বলছেন শার্প শ্যুটার পাঠিয়ে বাজিমাত করেছে তুরস্ক। একসময় মিলিটারির দায়িত্বে থাকা ইয়ুসুফকে দেখে তাই অবাক সকলে।

ভারতের সরবজ্যোৎ সিং ও তুরস্কের ইউসুফ ডিকেচ
Aajtak Bangla
  • প্যারিস,
  • 01 Aug 2024,
  • अपडेटेड 11:43 AM IST

পরনে স্রেফ একটা চশমা। পকেটে ঢোকানো হাত। আর অন্য হাতে চালাচ্ছেন পিস্তল। কোনও প্রথাগত শ্যুটিং গিয়ার ছাড়া এভাবেই প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) তুরস্ককে রুপো এনে দিলেন ইউসুফ ডিকেচ (Yusuf Dikec)। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায়। ৫১ বছর বয়সী এই শ্যুটারকে নিয়ে তাই শুরু হয়েছে আলোচনা। ইউসুফের এই ‘সোয়্যাগ’ দেখে অভিভূত নেটিজেনরা। ছড়াচ্ছে একের পর এক মিম। কেউ-কেউ তো বলছেন শার্প শ্যুটার পাঠিয়ে বাজিমাত করেছে তুরস্ক। একসময় মিলিটারির দায়িত্বে থাকা ইয়ুসুফকে দেখে তাই অবাক সকলে।

২০০৮ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন ইউসুফ
২০০৮ সাল থেকে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইয়ুসুফ। আর এবার প্যারিস অলিম্পিকে এসে জিতলেন পদক। ১০ মিটিয়ার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে এই কীর্তি গড়েন তিনি। এই ইভেন্টেই ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন মনু ভাকের (Manu Bhaker) ও সরবজ্যোৎ সিং (Sarabjot Singh)। এক নেটিজেন বলেন, 'কোনও স্পেশালাইজড লেন্স, আই কভার বা ইয়ার প্রোটেকশন ছাড়াই ৫১ বছরের এক ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে তুরস্ক। উনি রুপো পেয়ে গেলেন।' মজা করে অপর এক নেটিজেন আবার বলেন, ‘আমি একবার দেখেই একজন প্রশিক্ষিত ঘাতককে চিনতে পারি।’

একইসুরে এক নেটিজন বলেন, ‘অবিশ্বাস্য সোয়্যাগ। কোনও স্পেশালাইজড লেন্স, ইয়ার প্রোটেকশন ছাড়াই অলিম্পিক্সে এসেছেন তুরস্কের ৫১ বছরের ইউসুফ ডিকেচ। পকেটে হাত দিয়ে দুটি চোখ খুলে রেখে শ্যুটিং করছেন। আর খেলার ছলে রুপো জিতে চলে গেলেন।’ এক নেটিজেন বলেন, 'তুরস্ক স্রেফ এমন একজনকে পাঠিয়েছে, যাঁকে দেখে মনে হচ্ছে যে মজার ছলে সবে হাতে পিস্তল তুলে নিয়ে অলিম্পিক্সে রুপো জিতলেন।'

এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রচুর রেকর্ড গড়েছেন ইউসুফ ডিকেচ। এক দশকের বেশি সময় ধরে বিশ্বের সেরাদের মধ্যে আছেন এই শ্যুটার। ফলে তাঁর এই কীর্তিতে একেবারেই অবাক নন শ্যুটিং অনুরাগীরা।     

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement