Advertisement

Manu Bhaker: শুধু বন্দুক নয়, বেহালতেও ঝড় তোলেন মনু, VIRAL VIDEO

প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) পদক জয়ের হ্যাটট্রিকের সামনে মনু ভাকের (Manu Bhaker)। অলিম্পিক শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক খরা কাটিয়ে মনুর গলায় উঠেছে ব্রোঞ্জ। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার (Shooter) হিসেবে অলিম্পিকে কোনও পদক জয়ের ইতিহাস লিখেছেন মনু। তবে শুধু পিস্তল হাতে নয়, বেহালা বাজাতেও দক্ষ ভারতের পদকজয়ী এই শুটার। ব্রোঞ্জ জেতার পরেই তাঁর বেহালা শিক্ষক শুভম সরকার সোশ্যাল মিডিয়ায় মনুর বাজানোর ভিডিও পোস্ট করেন।

manu bhaker, shootingmanu bhaker, shooting
  • প্যারিস,
  • 02 Aug 2024,
  • अपडेटेड 9:30 PM IST

প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) পদক জয়ের হ্যাটট্রিকের সামনে মনু ভাকের (Manu Bhaker)। অলিম্পিক শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক খরা কাটিয়ে মনুর গলায় উঠেছে ব্রোঞ্জ। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার (Shooter) হিসেবে অলিম্পিকে কোনও পদক জয়ের ইতিহাস লিখেছেন মনু। তবে শুধু পিস্তল হাতে নয়, বেহালা বাজাতেও দক্ষ ভারতের পদকজয়ী এই শুটার। ব্রোঞ্জ জেতার পরেই তাঁর বেহালা শিক্ষক শুভম সরকার সোশ্যাল মিডিয়ায় মনুর বাজানোর ভিডিও পোস্ট করেন।

যে কোনও ইভেন্টেই অলিম্পিকে পদক জেতা মুখের কথা নয়। বিশ্বের তাবড়দের নাস্তানাবুদ করেই জিততে হয়। আর ফ্রান্সের জাতীয় শ্য়ুটিং সেন্টারই মনুর কুরুক্ষেত্র। হিমশীতল মানসিকতা আর প্রবল মনোনিবেশের যোগফলেই আসে শ্য়ুটিং থেকে পদক। ভয়ঙ্কর চাপেও স্নায়ুকে রাখতে হয় বরফের মতো ঠান্ডা। আর মনু নিজেকে ভেবেছিলেন অর্জুন আর তাঁর বিজয়রথে ছিলেন যেন স্বয়ং শ্রীকৃষ্ণই! ১০ মিটার রাইফেলে দুই ব্রোঞ্জ জেতার পর, শুক্রবার ২৫ মিটার বিভাগে নামেন ভারতের শুটার। সেখানেও ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। 

শুক্রবার মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তিনি দ্বিতীয় স্থান পেয়েছেন। ৫৯০ পয়েন্ট স্কোর করেছেন মনু। প্রিসিসন রাউন্ডের পর মনু ছিলেন তৃতীয় স্থানে। তখন তাঁর স্কোর ছিল ২৯৪। র‍্যাপিড রাউন্ডের পর তিনি দ্বিতীয় স্থানে উঠে আসেন। এই রাউন্ডে তিনি স্কোর করেন ২৯৬। যদিও ভারতের আরেক প্রতিযোগী এশা সিং ১৮ নম্বরে শেষ করেছেন। এশা প্রিসিসন রাউন্ডে ২৯১ এবং র‍্যাপিড রাউন্ডে ২৯০ স্কোর করেন। মোট ৫৮১ স্কোর করে যোগ্যতা অর্জন পর্বে ১৮ নম্বরে শেষ করেন তিনি। হাঙ্গেরির ভেরোনিকা মেজর ৫৯২ স্কোর করে প্রথম হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন ইরানের হানিয়ে রোস্তামিয়ান। তিনি স্কোর করেছেন ৫৮৮৮।

এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। এ বারের অলিম্পিক্সে এটাই ছিল তাঁর এবং ভারতের প্রথম পদক। পরে সরবাজ্যাৎ সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন মনু। যার কারণে তাঁর ঝুলিতে এখন দুটি পদক রয়েছে। স্বাধীনতার পরে এক অলিম্পিকে জোড়া পদকজায়ী প্রথম ভারতীয় হয়েছেন মনু। এখন মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টেও পদক জয়ের হাতছানি মনুর সামনে। এই ইভেন্টের ফাইনাল খেলা হবে ৩ অগাস্ট শনিবার।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement