Advertisement

Swapnil Kusale Ms Dhoni: শ্যুটার স্বপ্নিল কুশালের সঙ্গে ধোনির অনেক মিল, ভারতীয় রেলের টিকিট সংগ্রাহক থেকে পোডিয়াম ফিনিশ

স্বপ্নিল কুশালে (Swapnil Kusale) প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ইতিহাস গড়েছেন। ৫০ মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রথমবার কোনও ভারতীয় শুটার ৩ পজিশন শুটিং ইভেন্টে পদক জিতেছেন। এর ফলে ভারতের তিনটি পদক জেতা হল। বড় ব্যাপার হল এই অলিম্পিকে ভারতের তিনটি পদকই এসেছে শুটিংয়ে। তবে এসবের মধ্যেও আলোচিত হচ্ছে ভারতীয় দলকে (Indian Cricket Team) বিশ্বকাপ জেতান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে স্বপ্নিল কুশালের মিল।

Swapnil Kusale, MS DhoniSwapnil Kusale, MS Dhoni
Aajtak Bangla
  • প্যারিস,
  • 01 Aug 2024,
  • अपडेटेड 9:16 PM IST

স্বপ্নিল কুশালে (Swapnil Kusale) প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ইতিহাস গড়েছেন। ৫০ মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রথমবার কোনও ভারতীয় শুটার ৩ পজিশন শুটিং ইভেন্টে পদক জিতেছেন। এর ফলে ভারতের তিনটি পদক জেতা হল। বড় ব্যাপার হল এই অলিম্পিকে ভারতের তিনটি পদকই এসেছে শুটিংয়ে। তবে এসবের মধ্যেও আলোচিত হচ্ছে ভারতীয় দলকে (Indian Cricket Team) বিশ্বকাপ জেতান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে স্বপ্নিল কুশালের মিল। কুশালও ধোনির মতো ভারতীয় রেলের (Indian Railway) একজন টিকিট সংগ্রাহক (TC)। স্বপ্নিল কুশালে ধোনির কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন। 

এদিন দুপুরে ফাইনাল খেলতে আসেন কুশালে। এই ইভেন্টের ফাইনালে খেলা প্রথম ভারতীয়, তিনি তাঁর প্রথম অলিম্পিকে ভারতের হয়ে একটি পদক জিতলেন। ২৯ বছর বয়সী কুশালে, মহারাষ্ট্রের কোলহাপুরের কাছলওয়াদি গ্রামের বাসিন্দা, ২০১২ সাল থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছেন। কিন্তু অলিম্পিকে সুযোগ পেতে তাঁকে ১২ বছর অপেক্ষা করতে হয়েছিল। কুশালে, ধোনিকে রোল মডেল হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বেশ কয়েকবার বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়কের জীবনের উপর ভিত্তি করে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি দেখেছেন।

একটি সাক্ষাৎকারে বলেন, শুটিংয়ে কোনও নির্দিষ্ট খেলোয়াড়দের আইডল হিসেবে মানেন না। তবে অন্যান্য খেলার মধ্যে ধোনি তাঁর প্রিয়। কুশাল বলেন, 'আমার খেলায় শান্ত থাকার প্রয়োজন। ধোনিও মাঠে সবসময় শান্ত থাকেন। আবার তিনিও একটা টিসি ছিলেন। আর আমিও।'


কুশালে ২০১৫ সাল থেকে রেলে চাকরি পান। তাঁর বাবা ও ভাই জেলা স্কুলের শিক্ষক এবং মা গ্রামের পঞ্চায়েত প্রধান। এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'এখনও পর্যন্ত অভিজ্ঞতা খুব ভাল। আমি শুটিং ভালোবাসি এবং আমি আনন্দিত যে আমি এতদিন ধরে এটি করতে পেয়েছি। মনু ভাকরকে দেখে আমার আত্মবিশ্বাস বেড়েছে। সে জিততে পারলে আমরাও জিততে পারব।'

স্বপ্নিল কুশালেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 

Advertisement

কুশালেকে তাঁর অভিনয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। X-এ একটি পোস্ট শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন- 'অসাধারণ পারফরম্যান্স। প্যারিস অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ব্রোঞ্জ পদক জেতার জন্য তাঁকে অভিনন্দন। চমৎকার নমনীয়তা এবং দক্ষতা তাঁর সাফল্যের কারণ। তিনিই প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি এই বিভাগে পদক জিতেছেন।'

Read more!
Advertisement
Advertisement