Vinesh Phogat Weight Controversy: মাত্র ১০০ গ্রাম বেশি। তাতেই অলিম্পিকের আসর থেকে বাদ পড়েছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিলেন ভিনেশ। এমনই প্রেক্ষাপটে, ওজন সংক্রান্ত নিয়মে পরিবর্তন করার কথা ভাবছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং(UWW)। আন্তর্জাতিক কুস্তি নিয়ামক সংস্থার এক সূত্র মারফত মিলেছে এই খবর। না, এখনই রাতারাতি নিয়ম পাল্টানো হচ্ছে না। তবে শীঘ্রই এই ওজন করার নিয়মে কিছু বদল আনা হতে পারে। এমনটাই জানা যাচ্ছে।
প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজির বিভাগ থেকে ছিটকে গিয়েছিলেন ভিনেশ ফোগাট। দ্বিতীয়বার ওজন করার সময় দেখা যায়, তাঁর ওজন ১০০ গ্রাম বেশি। এর আগে সারারাত সাইক্লিং, স্কিপিং করে ওজন কমানোর মরিয়া চেষ্টা করেছিলেন তিনি। তাতে ৫২ কেজি থেকে ওজন কমিয়ে আনেন অনেকটাই। কিন্তু শেষরক্ষা হয়নি। তার উপর জল পান না করায় শেষমেশ অসুস্থ হয়ে পড়েন তিনি।
ভিনেশ ফোগাট সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS)-এ একটি অ্যাড-হক আপিল করেন।
ওজন বৃদ্ধি-হ্রাস খুব স্বাভাবিক একটা ব্যাপার
যে কোনও কুস্তি-বক্সিং ইভেন্টে বিভিন্ন ওজনের ব্র্যাকেটে লড়াই হয়। এর ফলে যাতে স্রেফ বড় চেহারার কারণে যাতে কেউ বাড়তি গায়ের জোর না পায়, সেই বিষয়টি রক্ষার্থেই এই নিয়ম।
ভিনেশ ফোগাট অলিম্পিকে কুস্তিতে ৫০ কিলোগ্রামের ওজন বিভাগে অংশ নিয়েছিলেন। কিন্তু গতকাল রাতে দেখা যায় তাঁর ওজন ৫২ কেজি। বক্সিং বা কুস্তির বড় ম্যাচের আগে ওজন আধ-এক কিলো বেশি হওয়াটা খুব নতুন কিছু নয়। সাধারণত কঠোর ডায়েটিং, জল কম খাওয়া ও প্রচুর কার্ডিও, যেমন স্কিপিং, দৌড়, সাইক্লিং করে এই বাড়তি ওজনটা ঝরিয়ে ফেলেন অ্যাথলিটরা। তারপরেই ওঠেন ওজন মেশিনে।
কিন্তু জানা গিয়েছে, আগের দিন রাতে ভিনেশের ওজন প্রায় ২ কিলোগ্রাম বেশি ছিল। সঙ্গে সঙ্গে সারারাত চলে কঠোর কার্ডিও। প্রচুর স্কিপিং ও সাইক্লিং করেন তিনি। সীমিত জল। পুরোটাই করছিলেন বিশেষজ্ঞ, ফিজিও, ট্রেনারদের কঠোর পর্যবেক্ষণে।
কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ওজন করার সময় দেখা যায় ৫০ কেজির থেকে মাত্র ১০০ গ্রাম বেশি ওজন ভিনেশ ফোগাটের। কিন্তু অলিম্পিকের কঠোর নিয়মে, তাতেই ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি।