Advertisement

Gukesh D: মাত্র ১৭! কনিষ্ঠতম হিসেবে দাবায় ইতিহাস গড়লেন ভারতের গুকেশ

এর আগে বিশ্বনাথন আনন্দের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন ১৭ বছরের গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি। আজারবাইজানের বাকুতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি হারিয়ে দেন মিসরাতদিন ইস্কানদারভকে। ওই জয়ের সুবাদে জয়ের সৌজন্যে ভারতের ১ নম্বর দাবাড়ু হয়ে যান গুকেশ। চেন্নাইয়ের এই গ্র্যান্ডমাস্টার লাইভ রেটিংয়ে বিশ্বের প্রথম দশে ঢুকে পড়েন।  এলো রেটিংয়ে তিনি টপকে যান আনন্দকে।

D Gukesh D Gukesh
Aajtak Bangla
  • টোরোন্টো,
  • 22 Apr 2024,
  • अपडेटेड 9:39 AM IST
  • এই বছরের শেষে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি মুখোমুখি হবেন গ্র্যান্ডমাস্টার ডিং লাইরেনের
  • আনন্দের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন ১৭ বছরের গ্র্যান্ডমাস্টার গুকেশ
  • লাইরেনকে হারাতে পারলে কনিষ্ঠতম হিসাবে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হবেন গুকেশ

দাবায় আবার ইতিহাস গড়ল ভারত। সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট (Candidates tournament) জিতলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ দোম্মারাজু (D Gukesh)। মাত্র ১৭ বছর বয়সে এরকম একটি বড় টুর্নামেন্ট অতীতে কোনও দাবাড়ু জিততে পারেননি। ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জেতার অর্থ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জায়গা পাকা। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপও যদি জিতে যান গুকেশ, তাহলে বিশ্বের সবচেয়ে কম বয়সি দাবাড়ু হিসেবে আরও একটি ইতিহাস গড়ে ফেলবেন তিনি।

এই বছরের শেষে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি মুখোমুখি হবেন গ্র্যান্ডমাস্টার ডিং লাইরেনের

কানাডার টোরোন্টোতে ১৪ রাউন্ডের শেষে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জয়ী হন গুকেশ। এবার এই বছরের শেষে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি মুখোমুখি হবেন গ্র্যান্ডমাস্টার ডিং লাইরেনের। শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে গুকেশ ড্র করেন মার্কিন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার বিরুদ্ধে। ফ্যাবিয়ানো করুয়ানা এবং ইয়ান নেপমনিয়াচির ম্যাচ ড্র হওয়ার ফলে গুকেশের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র হলেই হত। 

আনন্দের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন ১৭ বছরের গ্র্যান্ডমাস্টার গুকেশ

এর আগে বিশ্বনাথন আনন্দের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন ১৭ বছরের গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি। আজারবাইজানের বাকুতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি হারিয়ে দেন মিসরাতদিন ইস্কানদারভকে। ওই জয়ের সুবাদে জয়ের সৌজন্যে ভারতের ১ নম্বর দাবাড়ু হয়ে যান গুকেশ। চেন্নাইয়ের এই গ্র্যান্ডমাস্টার লাইভ রেটিংয়ে বিশ্বের প্রথম দশে ঢুকে পড়েন।  এলো রেটিংয়ে তিনি টপকে যান আনন্দকে।

শনিবার গুকেশ হারিয়ে দিয়েছিলেন ফ্রান্সের আলিরেজা ফিরউজাকে। বিশ্বনাথন আনন্দের কথায়, 'এই ১৭ বছরের ছেলেটা যে কী করতে পারে, তা কেউ কল্পনাও করতে পারবেন না। শেষ রাউন্ডের ফল যা-ই হোক না কেন, গুকেশ যা করবে সেটাই ভারতীয় দাবার ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।'

লাইরেনকে হারাতে পারলে কনিষ্ঠতম হিসাবে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হবেন গুকেশ

চিনের লাইরেনকে হারাতে পারলে কনিষ্ঠতম হিসাবে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হবেন গুকেশ। এই রেকর্ডের অধিকারী ম্যাগনাস কার্লসেন এবং গ্যারি কাসপরভ। দু জনেই ২২ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। সেখানে গুকেশ সুযোগ পেলেন মাত্র ১৭ বছর বয়সে।

Advertisement

বস্তুত বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমিরই ছাত্র গুকেশ। আনন্দই গুকেশের মেন্টর। X হ্যান্ডলে আনন্দ লিখেছেন, 'কনিষ্ঠতম চ্যালেঞ্জার এখন গুকেশ। অভিনন্দন। আনন্দ অ্যাকাডেমির সবাই তোমার জন্য গর্বিত। যে ভাবে কঠিন পরিস্থিতিগুলোর মোকাবিলা করেছ তার জন্য ব্যক্তিগত ভাবে আমিও খুব গর্বিত। ক্যান্ডিডেটস চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ৮৮,৫০০ ইউরো (প্রায় ৭৮.৫০ লক্ষ টাকা) পুরস্কারমূল্য পেলেন গুকেশ।

Read more!
Advertisement
Advertisement