Advertisement

২০১১ বিশ্বকাপ জয় : বীজ বুনেছিলেন সৌরভ, ফল খেয়েছিলেন ধোনি; মন্তব্য ওঝার

সৌরভের হাত ধরেই তো ভারতীয় ক্রিকেট দলে এসেছেন বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, জ়াহির খান এবং আশিস নেহরার মতো ক্রিকেটাররা। আর এরাই যে বিশ্বকাপ জয়ের আসল নায়ক, তা আর বলার অপেক্ষা রাখে না। মোদ্দা কথা হল, প্রজ্ঞান ওঝা যেটা বোঝাতে চেয়েছেন তা হল এই যে বীজ বুনেছিলেন সৌরভ, আর ফল খেয়েছিলেন ধোনি।

এএফপি ফটোএএফপি ফটো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2021,
  • अपडेटेड 3:19 PM IST
  • ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ভারত
  • এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি
  • তবে প্রজ্ঞান ওঝার মতে, এই জয়ের পিছনে সৌরভের অবদান অনস্বীকার্য

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দশটা বছর। ১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ভারত। তারপর আবারও ২৮ বছর পর মহেন্দ্র সিং ধোনির হাত ধরে দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করেছিল ভারত। এই জয়ের পর গোটা দেশজুড়ে ধোনির জয়জয়কার শুরু হয়ে গিয়েছিল। সেই জয়ধ্বনি আজও চলছে সমানতালে। তবে এই জয়ের কৃতিত্ব শুধু যে ধোনির একার একথা মানতে রাজি নন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই জয়ের পিছনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকাও অনস্বীকার্য। কারণ সৌরভের হাত ধরেই তো ভারতীয় ক্রিকেট দলে এসেছেন বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, জ়াহির খান এবং আশিস নেহরার মতো ক্রিকেটাররা। আর এরাই যে বিশ্বকাপ জয়ের আসল নায়ক, তা আর বলার অপেক্ষা রাখে না। মোদ্দা কথা হল, প্রজ্ঞান ওঝা যেটা বোঝাতে চেয়েছেন তা হল এই যে বীজ বুনেছিলেন সৌরভ, আর ফল খেয়েছিলেন ধোনি।

গতকাল স্পোর্টস টুডে'কে ক্রিকেট বিশেষজ্ঞের মতামত জানাতে গিয়ে প্রজ্ঞান ওঝা বললেন, প্রত্যেকটা উন্নতির পিছনেই একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। সেটা সমর্থক এবং ক্রিকেটাররা মনেপ্রাণে বিশ্বাস করেন। ভারতীয় ক্রিকেট দলের রিজ়ার্ভ বেঞ্চের শক্তি নিয়ে আজ যখন কথা বলা হয়, তখন এটাও মাথায় রাখতে হয় যে প্রতিভা থাকা সত্ত্বেও কোন কোন ক্রিকেটারকে বাইরে রাখা হচ্ছে। 

এরপর তিনি বলেন, "আর একজন মানুষ, অন্তত আমার মতে, অবসর গ্রহণ করলেও ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদি আপনি ওই বিশ্বকাপজয়ী দলটার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে দলের ৫-৬ ক্রিকেটারকে তো সৌরভ নিজেই গড়ে তুলেছেন। আর সে কারণেই আমি বলতে চাই যে এটা একটা নিরন্তর প্রক্রিয়া।"

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের জয় প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, "ছক্কা হাঁকিয়ে মাহি ভাই ইনিংসটাকে শেষ করেছিল ঠিকই, কিন্তু এই দলের প্রত্যেক ক্রিকেটারের অবদান অনস্বীকার্য। এই ধরুন যদি আপনি জ়াকের কথাই বলেন, আমার কাছে ওর অবদান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, মিডল ওভারে পার্টনারশিপগুলো ওই ভেঙেছিল। সেখানেই ম্যাচটা ভারতের হাতে চলে এসেছিল। তারপর আমাদের দলে ছিল মুনাফ প্যাটেল, ছিল সুরেশ রায়না, ইউসুফ পাঠান, সচিন পাজি, বীরু পা, গোতি ভাই, আর যুবি পা'কে তো ভোলার কথাই নয়। যেভাবে উনি একের পর এক সেরা পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা হয়েছে, তা এককথায় অনবদ্য। তবে এই জয় একেবারেই সমষ্টিগত জয়।"

Advertisement

ভারতের এই প্রাক্তন ক্রিকেটার আরও জানান যে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়টা তাঁর কাছে একেবারেই ব্যক্তিগত একটা বিষয়। তিনি যদিও এই দলের অংশ ছিলেন না, তাও সারা জীবন এই স্মৃতিটাকে উপভোগ করেন।

প্রজ্ঞান বললেন, "আমি একজন ভারতীয় হিসেবে ভারতকে ক্রিকেট বিশ্বকাপ জিততে দেখেছি। ভারত যদি কোনও ম্যাচ জেতে সেটাই আমার কাছে যথেষ্ট স্পেশাল। তবে মুম্বইয়ের বুকে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতছে, এরথেকে ভালো আর কিছু হতে পারে না। আমার মনে হয় প্রত্যেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে এই জয়টাকে উদযাপন করেছিল। এটা আমার কাছে অন্যতম সেরা স্মৃতি কারণ ১৯৮৩ সালে ভারত যখন প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল, তখন তো আমি জন্মাইনি।"

Read more!
Advertisement
Advertisement