Advertisement

সৌরভ, উইলিয়ামসনদের জার্সি ধরে 22-02-2022 দেখাল রাজস্থান রয়্যালস, কীভাবে?

সৌরভ তাঁর ক্রিকেটার জীবনে অনেক নম্বরের জার্সি পরেছেন। ১,৯৯,২৪ মূলত এই তিন ধরনের জার্সি পরে সৌরভকে খেলতে দেখলেও ১৯৯৯ সালের বিশ্বকাপের সময় সৌরভ ২ নম্বর জার্সি পরেছিলেন। সেই জার্সির ছবিই নিজেদের ইনস্টাগ্রামে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে বরাবরই ২২ নম্বর জার্সি পরতে দেখা গিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

রাজস্থান রয়্যালসের সেই টুইট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2022,
  • अपडेटेड 7:00 PM IST
  • বিশেষ তারিখের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগ
  • ক্রিকেটারদের জার্সির নম্বরের সঙ্গে যোগাযোগ

আজ ২২ শে ফেব্রুয়ারি। এই দিনটা কাকতালীয় ভাবে অন্য দিনের তুলনায় একেবারেই আলাদা। ২২-০২-২০২২ ক্যালেন্ডারের এই তারিখ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ধরনের মিম, তর্ক-বিতর্ক শেয়ার করছেন নেটিজেনরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) দল রাজস্থান রয়্যালসও একটি ছবি শেয়ার করেছে। টুইটারে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) যে ছবি শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Ken Williamson) টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং ইংল্যান্ডের বোলার জোফরা আর্চার জার্সি নম্বর দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে উইলিয়ামসনের জার্সি নম্বর ২২, সৌরভের জার্সি নম্বর ২ ও আর্চারের জার্সি নম্বর ২২। এই তিন জার্সিকে পাশাপাশি রেখে ছবিটা তোলা হয়েছে। এবং ক্যাপশনে লেখা হয়েছে 'আজকের দিন'।

সৌরভ তাঁর ক্রিকেটার জীবনে অনেক নম্বরের জার্সি পরেছেন। ১,৯৯,২৪ মূলত এই তিন ধরনের জার্সি পরে সৌরভকে খেলতে দেখলেও ১৯৯৯ সালের বিশ্বকাপের সময় সৌরভ ২ নম্বর জার্সি পরেছিলেন। সেই জার্সির ছবিই নিজেদের ইনস্টাগ্রামে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে বরাবরই ২২ নম্বর জার্সি পরতে দেখা গিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

ক্রিকেটাররা বিভিন্ন কথা মাথায় রেখে নিজেদের জার্সির নম্বর পছন্দ করেন। কেউ তাঁদের জন্মদিনের তারিখ জার্সির নম্বর হিসেবে বেছে নেন। কেউ আবার সৌভাগ্যের কথা বিচার করে সংখ্যা বেছে নেন। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সবসময়ই ১০ নম্বর জার্সি পরে মাঠে নামতেন। বিরাট কোহলি (Virat Kohli) ১৮ নম্বর জার্সি পরে নামেন। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) সাত নম্বর জার্সি প্রেন। যুবরাজ সিং (Yuvraj Singh) পরতেন ১২ নম্বর জার্সি। 

আরও পড়ুন: ঋদ্ধির সমর্থনে অশোক মালহোত্রারা, বোর্ডকে চিঠি দিল আইসিএ

Advertisement

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দিতে চাইছেন রোহিত-রাহুলরা

২২-০২-২০২২ একটি বিশেষ তারিখ, এটি একটি প্যালিনড্রোম তারিখ। অর্থাৎ এই তারিখে মাত্র দুটি সংখ্যা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ০ এবং ২। একে অ্যাম্বিগ্রামও বলা হয়। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement