Advertisement

IPL 2023 Kolkata Knight Riders: IPL থেকে ছিটকেই গেলেন শ্রেয়াস আইয়ার, দলে গুজরাতের তরুণ

কেকেআর দলে যোগ দিলেন গুজরাতের ক্রিকেটার আর্য দেশাই। ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই এই ঘোষণা করে কেকেআর। এর অর্থ শ্রেয়াস আইয়ার এই মরশুমে আর খেলতে পারছেন না। চোটের জন্য তাঁকে দলের বাইরেই থাকতে হচ্ছে। তাঁর জায়গাতেই এলেন গুজরাতের এই ক্রিকেটার। জানিয়ে দেওয়া হয়েছে, দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও শ্রেয়াস আইয়ারের পরিবর্তে দুই ক্রিকেটারকে দলে নিয়ে নিয়েছে কেকেআর। শাকিবের জায়গায় এসেছেন জেসন রয়। শ্রেয়াসের জায়গায় এলেন আর্য দেশাই।

শ্রেয়াস আইয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2023,
  • अपडेटेड 9:38 PM IST

কেকেআর দলে যোগ দিলেন গুজরাতের ক্রিকেটার আর্য দেশাই। ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই এই ঘোষণা করে কেকেআর। এর অর্থ শ্রেয়াস আইয়ার এই মরশুমে আর খেলতে পারছেন না। চোটের জন্য তাঁকে দলের বাইরেই থাকতে হচ্ছে। তাঁর জায়গাতেই এলেন গুজরাতের এই ক্রিকেটার। জানিয়ে দেওয়া হয়েছে, দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও শ্রেয়াস আইয়ারের পরিবর্তে দুই ক্রিকেটারকে দলে নিয়ে নিয়েছে কেকেআর। শাকিবের জায়গায় এসেছেন জেসন রয়। শ্রেয়াসের জায়গায় এলেন আর্য দেশাই।

শাকিবদের আসা নিয়ে যথেষ্ট নাটক হয়েছে। শাকিব শেষ পর্যন্ত পারিবারিক কারণে ভারতে আসতে পারেননি। তবে লিটন দাস যোগ দিয়েছন কেকেআর-এ। যদিও একটাও ম্যাচ এখনও খেলতে পারেননি লিটন। দলেও সুযোগ পাননি। এখনও অবধি তিন ম্যাচের দুটিতেই জিতেছে কেকেআর। প্রথম ম্যাচে হোঁচট খেলেও শেষ দুই ম্যাচে দারুণ কামব্যাক করেছে কেকেআর। রিঙ্কু সিং-এর গত ম্যাচের ইনিংস নিয়ে এখনও আলোচনা হচ্ছে। 

তবে দুই অভিজ্ঞ ক্রিকেটারের আইপিএল-এর বাইরে চলে যাওয়ায় শুরু থেকেই কিছুটা চাপে ছিল কলকাতা। তবে দারুণ শুরু করে কেকেআর। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য ৭ রানে হারলেও ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধ্বে দারুণ জয় পায় কেকেআর। তৃতীয় ম্যাচে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে অবিশ্বাস্য কাজ করেন রিঙ্কু সিং। তাঁর জন্যই গতবারের চ্যাম্পিয়ন গুজরাতকে হারায় কেকেআর। ফলে তারকা ক্রিকেটাররা না থাকলেও চন্দ্রকান্ত পন্ডিতের কোচিং-এ দারুণ খেলছে কেকেআর। সেই জন্যই শ্রেয়াস আইয়ারের জায়গায় নামি কাউকে নয়, দলে নিলেন গুজরাতের নতুন ক্রিকেটারকে। 
   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement