Advertisement

Achraf Hakimi Hiza Abouk: হাকিমির সঙ্গে ডিভোর্সের পর সম্পত্তি দাবি করে বিপদে হিজা

বড়সড় বিপদে পড়েছেন মরোক্কান (Morocco) ফুটবলার আশরাফ হাকিমি (Achraf Hakimi)। তাঁর বিরুদ্ধে এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনার পর তাঁর স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। শুধু তাই নয়, বেশ কঠিন সমস্যায় পড়তে হয়েছে হাকিমিকে। বিরাট পরিমান ক্ষতিপূরণ দিতে হবে মরোক্কান ফুটবলারকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হাকিমির স্ত্রী হিবা আবুক (Hiba Abouk) স্বামীর কাছ থেকে তাঁর সম্পত্তির অর্ধেক দাবি করেছেন। কিন্তু সেই দাবি সামনে এনে তিনি যা জানতে পেরেছেন, তা শুনে চমকেই উঠতে হয়। 

হাকিমি ও তাঁর প্রাক্তন স্ত্রী হিজাহাকিমি ও তাঁর প্রাক্তন স্ত্রী হিজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2023,
  • अपडेटेड 8:43 AM IST
  • বিপদে পড়লেন হাকিমির প্রাক্তন স্ত্রী
  • হাকিমির সম্পত্তি কত?

বড়সড় বিপদে পড়েছেন মরোক্কান (Morocco) ফুটবলার আশরাফ হাকিমি (Achraf Hakimi)। তাঁর বিরুদ্ধে এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনার পর তাঁর স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। শুধু তাই নয়, বেশ কঠিন সমস্যায় পড়তে হয়েছে হাকিমিকে। বিরাট পরিমান ক্ষতিপূরণ দিতে হবে মরোক্কান ফুটবলারকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হাকিমির স্ত্রী হিবা আবুক (Hiba Abouk) স্বামীর কাছ থেকে তাঁর সম্পত্তির অর্ধেক দাবি করেছেন। কিন্তু সেই দাবি সামনে এনে তিনি যা জানতে পেরেছেন, তা শুনে চমকেই উঠতে হয়। 

ফরাসি পত্রিকাকে উদ্ধৃত করে মার্কা জানিয়েছে, হিবা আবুক হাকিমির অর্ধেক সম্পত্তি দাবি করেছেন। যদিও এরপর তিনি জানতে পারেন, হাকিমির সমস্ত সম্পত্তি তাঁর মায়ের নামে। বহুবছর ধরেই হাকিমি যে টাকা বেতন হিসেবে পান, সেই টাকার অধিকাংশই নিয়ে নিয়েছেন হাকিমির মা। আফ্রিকার সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারদের মধ্যে হাকিমির অবস্থান ৬ নম্বরে। এক হিসাবে জানা গেছে, তাঁর সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলার। হাকিমি প্রতি মাসে পিএসজি থেকে পান ১ মিলিয়ন ডলার। 

আরও পড়ুন

যদিও সেই বেতনের ৮০ শতাংশই চলে যায় তাঁর মার অ্যাকাউন্টে। মাত্র ২০ শতাংশ হাকিমির কাছে থাকে। তবে হিবার সম্পদের পরিমাণও কম নয়, তাঁর সম্পদের পরিমাণ ২ মিলিয়ন ডলার। হাকিমির সঙ্গে বিচ্ছেদ হলেও ৮.৫ মিলিয়ন ডলার পেতে পারতেন হিবা। তবে তা হয়নি। সম্পত্তি হাকিমির নামে না থাকায়।  

এর আগে ২৪ বছর বয়সী এক মহিলা হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। গত শনিবার প্যারিসে হাকিমি তাঁর নিজের ঘরে তাঁকে ধর্ষণ করেন—এমনটাই অভিযোগ করেছেন সেই মহিলা। তবে এ ঘটনায় স্ত্রী হিবা বিচ্ছেদ চাইলেও নিজের দেশ ও ক্লাবের পূর্ণ সমর্থন পাচ্ছেন হাকিমি। 

Advertisement

এবারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সকলকে চমকে দিয়েছিল মরক্কো। ম্যাচ জিতে মাঠের মধ্যেই মাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন হাকিমি। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

Read more!
Advertisement
Advertisement