Advertisement

Mohun Bagan vs Ravshan Kulob: ACL-2-এর ম্যাচে আজ এফসি রাভশান vs মোহনবাগান, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

তাজাকিস্তানের শক্তিশালী এফসি রাভশানের (Ravshan Kulob) বিরুদ্ধে বুধবার এসিএল-২-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ এফসি রাভশান যেখানে সাতজন বিদেশি নিয়ে খেলতে নামবে, সেখানে মোহনবাগান খেলবে চারজন বিদেশি নিয়ে। তবুও খেলার ধরনে কোনও বদল আনতে নারাজ মোহনবাগান কোচ জোসে মোলিনা (Jose Molina)। ডিফেন্স নিয়ে সমস্যা অন্তত এ ম্যাচে থাকছেই। আর সেটা নিয়েই চিন্তায় মেরিনার্স ফ্যানরা। ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলতে না পারলে সমস্যা হবে সেটা ভালভাবেই জানে মোহনবাগান। তাই বাড়তি দায়িত্ব থাকবে জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসদের উপর।

এফসি রাভশান বনাম মোহনবাগান সুপার জায়েন্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2024,
  • अपडेटेड 10:13 AM IST

তাজাকিস্তানের শক্তিশালী এফসি রাভশানের (Ravshan Kulob) বিরুদ্ধে বুধবার এসিএল-২-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ এফসি রাভশান যেখানে সাতজন বিদেশি নিয়ে খেলতে নামবে, সেখানে মোহনবাগান খেলবে চারজন বিদেশি নিয়ে। তবুও খেলার ধরনে কোনও বদল আনতে নারাজ মোহনবাগান কোচ জোসে মোলিনা (Jose Molina)। ডিফেন্স নিয়ে সমস্যা অন্তত এ ম্যাচে থাকছেই। আর সেটা নিয়েই চিন্তায় মেরিনার্স ফ্যানরা। ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলতে না পারলে সমস্যা হবে সেটা ভালভাবেই জানে মোহনবাগান। তাই বাড়তি দায়িত্ব থাকবে জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসদের উপর।

কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ? 
এফসি রাভশান বনাম মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan vs Ravshan Kulob) ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। টিভিতে এই ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখতে হলে ফ্যানকোডের সাবক্রিপশন নিতে হবে। শুধু এই ম্যাচের পাস পাওয়া যাবে ২৫ টাকায়। তবে জিও ব্যবহারকারীরা জিও টিভির মাধ্যমে এই ম্যাচ ফ্রিতে দেখতে পাবেন। সেক্ষেত্রে ফোনের জিও টিভি অ্যাপে গিয়ে স্পোর্টস ১৮ চ্যানেল সিলেক্ট করলে দেখতে পাওয়া যাবে এই ম্যাচ।    

আইএসএল-এ শুরুটা দারুণ হয়েছে মোহনবাগানের এমনটা যাবে না। প্রথম ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ২ গোল হজম করতে হয়েছে তাদের। ফলে চাপ থাকবে ডিফেন্সের উপর। আরও সময় লাগবে বোঝাপড়া তৈরি হতে। নতুন বিদেশি ডিফেন্ডার নুনো খুব সম্ভবত কলকাতায় আসবেন শুক্রবারের মধ্যে। বৃহস্পতিবারের মধ্যেও চলে আসতে পারেন। তাতেও আলবার্তো আর নুনোকে পরবর্তী সময়ে খেলালে আক্রমণে মাত্র দু'দন বিদেশি খেলাতে পারবেন মোলিনা।

অন্তত ১ পয়েন্ট চাই মোহনবাগানের
মোলিনা চাইছেন এই ম্যাচে জিততে না পারলেও অন্তত ড্র করুক তাঁর দল। তবেই কিছুটা মানরক্ষা হবে। সময় যত গড়াবে ততই শক্তি বাড়বে মোহনবাগানের। কারণ দলের ফুটবলারদের বোঝাপড়া, ফিটনেস ও ভাল জায়াগয় যাবে। রাউন্ড অফ ১৬-এ পৌঁছতে হলে গ্রুপে অন্তত দুই নম্বরে থাকতে হবে সবুজ-মেরুনকে। গ্রুপে অনেক শক্তিশালি প্রতিপক্ষ তাই হেরে গেলে চাপ অনেকটাই বাড়বে। আর সেটা দলের ফুটবলাররা ভালভাবেই জানেন।     
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement