Advertisement

East Bengal vs Nejmeh SC: নেজমেহর বিরুদ্ধে অনিশ্চিত হেক্টর, আজ ইস্টবেঙ্গলের দল কেমন?

নেজমেহ এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ম্যাচে জিততে পারলেই এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালে চলে যাবে লাল-হলুদ। তবে সেই ম্যাচের আগে চাপে পড়ে গেল অস্কার ব্রুজোর দল। মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচে চোট পান হেক্টর ইউস্তে। গত মরসুমে মোহনবাগান সুপার জায়েন্টে (Mohun Bagan Super Giant) থাকা এই ডিফেন্ডার এখন ইস্টবেঙ্গল ডিফেন্সের বড় স্তম্ভ। তাই তিনি না থাকলে নেজমেহর বিরুদ্ধে সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। 

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • থিম্পু,
  • 01 Nov 2024,
  • अपडेटेड 9:07 AM IST

নেজমেহ এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ম্যাচে জিততে পারলেই এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালে চলে যাবে লাল-হলুদ। তবে সেই ম্যাচের আগে চাপে পড়ে গেল অস্কার ব্রুজোর দল। মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচে চোট পান হেক্টর ইউস্তে। গত মরসুমে মোহনবাগান সুপার জায়েন্টে (Mohun Bagan Super Giant) থাকা এই ডিফেন্ডার এখন ইস্টবেঙ্গল ডিফেন্সের বড় স্তম্ভ। তাই তিনি না থাকলে নেজমেহর বিরুদ্ধে সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। 

অনুশীলনেও তাঁকে দেখা যায়নি। ছিলেন না স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসও। তবে শুক্রবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলেই আশা ইস্টবেঙ্গলের। অস্কার ব্রুজো বলেন,  'হেক্টর ইউস্তে এই ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করছিল, সে এই ম্যাচে আমাদের সাফল্যের অংশ। মাঝখানে তাঁর পেশীর সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এখনই এই নিয়ে কোনও কিছু বলা সম্ভব নয়। তবে আমি আশা করি আমরা তাঁকে ফিট করে আনতে পারব। সেটা সম্ভব না হলে আমাদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত থাকবে।' 

কীভাবে কোয়ার্টার ফাইনালে যেতে পারে ইস্টবেঙ্গল
দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসকে (Basundhara Kings) ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছেন দিমিত্রিয়াস ডিমানটাকোসরা। বড় ব্যবধানে জেতার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও থাকছে তাদের সামনে। এই জয়ের ফলে দু'ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দু'নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লেবাননের নেজমেহ এফসি। ১ নভেম্বর তাদের হারালেই সরাসরি নকআউটে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। তবে সেই মাচ থেতে পুরো পয়েন্ট না পেলে, অর্থাৎ ড্র করলেও শেষ আটে যাওয়া নিয়ে জটিল অঙ্কের মধ্যে পড়বে ইস্টবেঙ্গল।

নিয়ম অনুযায়ী, এই প্রতিযোগিতার পশ্চিমাঞ্চলের তিন গ্রুপের চ্যাম্পিয়নদের পাশাপাশি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল যাবে নকআউটে। যদিও এদিন যে ফর্মে প্রথমার্ধ খেলল ইস্টবেঙ্গল, তা ধরে রাখতে পারলে নেজমের বিরুদ্ধে জিততে সমস্যা হওয়ার কথা নয়। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement