ডুরান্ড কাপের ডার্বি হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান। এএফসি কাপে তাদের প্রতিপক্ষ নেপালের মাছিন্দ্রা এফসি।
ম্যাচ শেষ
আনোয়ার আলির জোড়া গোল, জেসন কামিন্সের এক গোলের সুবাদে ৩-১ গোলে এএফসি কাপে জিতল মোহনবাগান।
দ্বিতীয় গোল আনোয়ারের
৮৫ মিনিটে দলকে আবার এগিয়ে দিলেন আনোয়ার আলি। ম্যাচের ফল ৩-১। পেত্রাতোসের ফ্রিকিক থেকে গোল করে গেলেন আনোয়ার।
গোল খেয়ে গেল মোহনবাগান
৭৮ মিনিটে ফ্রিকিক থেকে ব্যবধান কমালেন মাছিন্দ্রার মেসুক পিয়েরে। ম্যাচের ফল এখন ২-১।
তুলে নেওয়া হল কামিন্সকে
কামিন্সকে তুলে নিলেন জুয়ান ফেরান্দো। নামলেন সাদিকু। লিস্টান কোলাসো নামলেন আশিকের জায়গায়।
গোল করলেন কামিন্স
সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম গোল করলেন এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কামিন্স। নেপালের দলের বিরুদ্ধে ৫৯ মিনিটে গোল করে ২-০ ব্যবধানে দলকে এগিয়ে দিলেন তিনি। মাঝ মাঠ থেকে বল একা টেনে নিয়ে গিয়ে মোহনবাগান জার্সিতে প্রথম গোল করলেন অজি বিশ্বকাপার।
মোহনবাগান কোচ একটি পরিবর্তন করলেন
আশিস রাইয়ের বদলে এলেন পেত্রাতোস। উঠে গেলেন হুগো বুমোসও। তাঁর জায়গায় এলেন পেত্রাতোস।
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে মোহনবাগান।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ। আনোয়ার আলির করা গোলে এগিয়ে মোহনবাগান। ১ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। ১-০ গোলে এগিয়ে মোহনবাগান।
অবশেষে এল গোল
মোহনবাগানের হয়ে গোল করলেন আনোয়ার আলি। হুগো বুমোসের কর্নার থেকে দারুণ হেডে গোল করে যান আনোয়ার। মোহনবাগান এগিয়ে গেল ১-০ গোলে।
একের পর এক সেভ
কামিন্স এবং শুভাশিসের শট সেভ। গোলের রাস্তা খুলছে না মোহবাগানের।
ম্যাচের ফল এখনও 0-0
২৫ মিনিট হয়ে গেল। সুযোগ পেলেই আক্রমণে আসছে মাছিন্দ্রাও। সুযোগ পেয়েছিলেন কামিন্স। তবে এখনও ফিট নন বিশ্বকাপার। গোল করতে পারেননি তিনি। শট করার আগেই বল কেরে নেন মাছিন্দ্রা ডিফেন্ডার। ম্যাচের ফল এখনও ০-০।
২০ মিনিট অতিক্রান্ত
এখনও গোল করতে পারেই কোনও দলই। তবে আক্রমণের ঝাঁজ বেশি মোহনবাগানের।
সাহালের দুরন্ত শট
এগিয়ে যেতে পারত মোহনবাগান। সাহাল আব্দুল সামাদের দারুণ শট বাঁচান মাছিন্দ্রা গোলরক্ষক বিশাল শ্রেষ্ঠা।
পাল্টা আক্রমণে উঠে আসার চেষ্টা মাছিন্দ্রার
পাল্টা অ্যাটাকে আসার চেষ্টা করে মাচিন্দ্রা এফসি। তবে সেখান থেকে গোল হয়নি। ম্যাচের ফল এখনও ০-০।
মাঠে হাজির হাবাস
মাঠে হাজির সবুজ মেরুনের টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাস
শুরুতেই গোলের সুযোগ এসে গিয়েছিল
মোহনবাগানের সামনে দারুণ সুযোগ এসে গিয়েছিল। অল্পের জন্য মিস করলেন আশিস রাই।
মোহনবাগান দল
বিশাল কেইথ (গোলকিপার), আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল , অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, শুভাশিস বোস (অধিনায়ক), সাহাল আবদুল সামাদ, আশিক কুরনিয়ান , গ্লেন মার্টিনস, জেসন কামিংস , আশিষ রাই