Advertisement

Mohun Bagan Transfer News: জুয়ান OUT, আরও দুই তারকা ছাঁটাইয়ের তোড়জোড় মোহনবাগানের

সুপার কাপের (Super Cup 2024) আগেই ছাঁটাই করে দেওয়া হয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant) কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। এবার কোপ পড়তে পারে আরও দুই ফুটবলারের উপরে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নতুন নিযুক্ত কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। তবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একেবারেই খুশি নয় এই দুই ফুটবলারকে নিয়ে।

মোহনবাগান দল ও জুয়ান ফেরান্দো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2024,
  • अपडेटेड 1:11 PM IST
  • জুয়ান ফেরান্দোকে ছাঁটাই করে দিয়েছে মোহনবাগান
  • ছাঁটাই হতে পারেন আরও দুই ফুটবলার

সুপার কাপের (Super Cup 2024) আগেই ছাঁটাই করে দেওয়া হয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant) কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। এবার কোপ পড়তে পারে আরও দুই ফুটবলারের উপরে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নতুন নিযুক্ত কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। তবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একেবারেই খুশি নয় এই দুই ফুটবলারকে নিয়ে।

কাদের ছাঁটাই করা হতে পারে?
ফরাসি মিডফিল্ডারের সঙ্গে গোল্ডেন হ্যাণ্ডশেক দিতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট। বিশ্বকাপার জেসন কামিন্স এবং আলবেনিয়ার আর্মান্দো সাদিকুর পারফরম্যান্সও স্ক্যানারের তলায়। তাদের বদল করা হবে কিনা সেই বিষয়টি হাবাসের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি লিস্টন কোলাসোর পারফরম্যান্সে খুশি নয় ম্যানেজমেন্ট। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচে রেফারিকে কটু কথা বলে লাল কার্ড দেখেছেন এই উইঙ্গার। শাস্তি হিসেবে চার ম্যাচ বাইরে তিনি। যা দলের ক্ষতি করেছে। ফলে ফেরান্দোর বিদায় যেমন পারফরম্যান্স খারাপের কারনে হয়েছে তেমনই হুগো বুমোসের বিদায় ঘণ্টাও বেজে যেতে পারে একই কারনে।

কেন ছাঁটাই করা হল জুয়ানকে?
এএফসি কাপে পুর্ন শক্তির দল পেয়ে গেলেও জুয়ান ফেরান্দো সাফল্য এনে দিতে পারেননি। চোট আঘাত শুরু থেকেই দলের সঙ্গে রয়েছে। এই অবস্থায় ভারতীয় দলের ফুটবলারের চোট আঘাত এবং বিদেশিদের পারফরম্যান্স কোনও ক্ষেত্রেই প্রত্যাশার মান ছুঁতে পারেননি জুয়ান। আর তার সঙ্গে যুক্ত হয়েছে আইএসএল-এর প্রথম পর্বের শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিক। 

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'হাবাস আমাদের টিডি ছিলই। জুয়ানের যে ব্যর্থতা হচ্ছিল, তা নিয়ে ম্যানেজমেন্ট বসে ঠিক করেছে যে জুয়ানকে রেস্ট দেবে।' মোহনবাগান সচিবের কথায় পরিস্কার সুপার কাপে প্রথম থেকে দলের সঙ্গে নেই হাবাস। সম্ভবত তিনি উনিশ জানুয়ারি ডার্বিতে ডাগ আউটে বসবেন। তিনি বলেন, 'হাবাসকে সবে মাত্র দায়িত্বে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ভিসার আবেদন করবে। ভারতে আসতে অন্তত সাত থেকে দশদিন লাগবে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement