Advertisement

Kerala blasters: খেলার মাঝে বেনজির আচরণ কেরলের, কী শাস্তি পাচ্ছে?

আবেদনেও কাজ হল না। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে বড় শাস্তির মুখে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। আইএসএল-এর (ISL) প্লে অফের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচে দল তুলে নেওয়ার শাস্তি পেতে হতে পারে কেরলের দলকে। যদিও শাস্তি কমানোর জন্য আবেদন করেছিল কেরল। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আবারও ম্যাচ খেলার আবেদন করেছিল কেরল। 

কেরল ব্লাস্টার্স দল কেরল ব্লাস্টার্স দল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Mar 2023,
  • अपडेटेड 1:35 PM IST
  • কেরলের কী শাস্তি হতে চলেছে?
  • বড় শাস্তির মুখে কেরল

আবেদনেও কাজ হল না। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে বড় শাস্তির মুখে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। আইএসএল-এর (ISL) প্লে অফের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচে দল তুলে নেওয়ার শাস্তি পেতে হতে পারে কেরলের দলকে। যদিও শাস্তি কমানোর জন্য আবেদন করেছিল কেরল। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আবারও ম্যাচ খেলার আবেদন করেছিল কেরল। 

কী শাস্তি হতে পারে?
এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি ব্লাস্টারদের ফেডারেশনের কোড অফ কন্ট্যাক্টের ৫৮ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করেছে। কোড অনুসারে, কেরল ব্লাস্টারের "কমপক্ষে ৬ লক্ষ টাকা জরিমানা" হতে পারে। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে প্লে অফের প্রথম ম্যাচে সুনীল ছেত্রীর বিতর্কিত গোলে হারতে হয়েছে কেরল ব্লাস্টার্সকে। প্রতিবাদে বাকি ম্যাচ না খেলেই দল তুলে নিয়েছে কেরল।

আরও পড়ুন

খেলার মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিল কেরল ব্লাস্টার্স। ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার ঘটল এমন ঘটনা। সুনীল ছেত্রীর গোল নিয়ে শুরু হয় এই বিতর্ক। গোলের পরই মাঠ ছেড়ে বেরিয়ে যায় কেরল। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হবে তাদের। বড় অঙ্কের জরিমানা নাকি ব্যান হবে কেরলের দল? গোল হওয়ার পরে টেকনিক্যাল এরিয়ার বাইরে এসে মাঠের মধ্যে ঢুকে পড়েন ইভান ভুকোমানোভিচ। ফুটবলারদের মাঠ ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনে আর ম্যাচ খেলেননি কেরল ফুটবলাররা। দল তুলে নেয় তারা। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে কেরল ব্লাস্টার্সকে। 

এর আগে ২০১৫ সালে আইএসএল-এর ফাইনালে হেরে যায় এফসি গোয়া। সেই হারের পর খারাপ রেফারিং-এর প্রতিবাদে ম্যাচের পর প্রেস কনফারেন্সে হাজির হয়নি গোয়ার দল। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হয়েছিল তাদের। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement