Advertisement

VAR In Indian Football: বিশ্বকাপের সেই প্রযুক্তি এবার ভারতীয় ফুটবলেও, ডার্বিতে ভুল কমবে রেফারিদের?

ভারতীয় ফুটবলে আসতে চলেছে অ্যাডিশানাল ভিডিও রিভিউ সিস্টেম (Additional Video Review System)। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নানা অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। এআইএফএফ-এর (AIFF) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে (Kalyan Chaubey) এ নিয়ে রেফারিদের সতর্ক করার পাশাপাশি কর্মশালা আয়োজনের কথাও বলেন।   

কলকাতা ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2024,
  • अपडेटेड 2:43 PM IST

ভারতীয় ফুটবলে আসতে চলেছে অ্যাডিশানাল ভিডিও রিভিউ সিস্টেম (Additional Video Review System)। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নানা অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। এআইএফএফ-এর (AIFF) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে (Kalyan Chaubey) এ নিয়ে রেফারিদের সতর্ক করার পাশাপাশি কর্মশালা আয়োজনের কথাও বলেন।   

ভার নিয়ে এআইএফএফ-এর  প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন, 'এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হল ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে প্রযুক্তির মাধ্যমে ত্রুটি কমানো। পাশাপাশি আমরা VAR বাস্তবায়নের কাজটা চালিয়ে যাব, আমি মনে করি যে, শুরুতে, AVRS ভারতে দুর্দান্ত বিকল্প হতে পারে। AVRS আমাদের প্রযুক্তি আমাদের দেখতে হবে। রেফারিদের প্রশিক্ষণ দিতে এবং খেলোয়াড়, কোচ এবং ক্লাবগুলির মূল্যায়ন করতে আমাদের সাহায্য করবে।'

এর আগে আইএসএল-এ (ISL 2024) রেফারির খারাপ সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরে এআইএফএফ-কে চিঠি দেয় ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। লাল-হলুদের সেই দাবি যে ফেলনা নয় তাও জানিয়েছিলেন কল্যাণ। মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দোও (Juan Ferrando) রেফারির খারাপ সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন বহুবার। তবে মোহনবাগানের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি এতদিন। শুধু ইস্টবেঙ্গল বা মোহনবাগান নয়, কল্যাণের দাবি আরও বেশ কিছু ক্লাব তাঁদের কাছে প্রমাণ জমা দিয়েছিল। সেগুলো অনেকাংশেই সত্যি। পাশাপাশি তিনি সেই সময়েই ভারতীয় ফুটবলে ভার প্রযুক্তি নিয়ে আসার কথা জানিয়ে দিয়েছিলেন। 

ইউরোপের চারটি সংস্থার সঙ্গেও এই ব্যাপারে কথাবার্তা বলেছিল এআইএফএফ। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। ভার আসায় ভারতীয় ফুটবলে খুশির হাওয়া। অনেকেই মনে করছেন, রেফারির ভুল সিদ্ধান্ত খেলার মান নষ্ট করে। তবে অনেকক্ষেত্রে অনেক ঘটনাই রেফারিদের চোখ এড়িয়ে যায়। তবে এই প্রযুক্তি এলে আখেরে লাভ হবে ভারতীয় ফুটবলেরই। এমনটা মনে করছেন তাঁরা।        

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement