পুজোর সময় কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা ফুটবলার অ্যাঞ্জেল দি মারিয়া। কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তার রেশ কাটতে না কাটতেই আরও এক আর্জেন্টাইন ফুটবলার কলকাতায় পা রাখতে চলেছেন।
সূত্রের খবর বিশ্বকাপ জেতা এই তারকা ষষ্ঠীর রাতে কলকাতায় আসবেন। পঞ্চমীর রাতে বাংলাদেশ ঘুরে দুর্গাপুজোর বোধনের দিন কলকাতায় পা রাখবেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। দুইদিনের কলকাতা সফর সেরে অষ্টমীর দিন ফের ঢাকায় যেতে পারেন দি মারিয়া। এর আগে কলকাতায় আসার আগে বাংলাদেশে গিয়েছিলেন মার্টিনেজও। যদিও মনে করা হয়েছিল, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন লিওনেল মেসি কলকাতায় আসতে পারেন। তবে এখনই তা হচ্ছে না। বিশ্বকাপের আগে কলকাতায় ঘুরে গিয়েছেন প্রাক্তন ব্রাজিলিয়ান কাফু। এর আগে ফুটবলের মক্কায় পা রেখেছেন ফুটবল সম্রাট পেলেও। আর এবার আসছেন দি মারিয়া।
জানা গিয়েছে, কলকাতায় আসার টিকিটও কাটা হয়ে গিয়েছে দি মারিয়ার। ফলে তাঁর কলকাতায় পা রাখা এখন শুধুই সময়ের অপেক্ষা। পুজোর সময় কলকাতায় আসছেন, বিভিন্ন মন্ডপে ঘুরবেন না তাই আবার হয় নাকি? শোনা যাচ্ছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল হবেন আর্জেন্টাইন তারকাও। শহরের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্তের ব্যবস্থাপনায় মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিং-এর পুজোয় যাবেন দি মারিয়া। কলকাতায় এসে শ্রীভূমি ক্লাবে গিয়েছিলেন মার্টিনেজও। শোনা যাচ্ছিল, শহরে আসতে চলেছেন মেসি। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। তার আগেই দি মারিয়ার কলকাতায় আসার দিন চূড়ান্ত হয়ে গেল।
তবে এরপর মেসিও আসতে পারেন শহরে। একে পুজো, তার সঙ্গে বিশ্বকাপজয়ী তারকার কলকাতায় আসা। সব মিলিয়ে এবারে শারদোৎসবে বেশ স্পেশ্যাল হতে চলেছে বাঙালির কাছে। এবারের বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন দি মারিয়া। গোল পেয়েছিলেন কোপা আমেরিকা ফাইনালেও। তাই মেসদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পেছনে দি মারিয়ার অবদানও ভোলার নয়। কলকাতা ফুটবল পাগল শহর। প্রচুর আর্জেন্টাইন সমর্থক এখনও আবেগে ভাসছেন। দি মারিয়া পুজোর সময় শহরে এলে সেই আবেগ যে বাঁধ ভাঙবে তা আর বলার অপেক্ষা রাখে না।