জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) আইএফএ (IFA) সচিব পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই শুরু হয়ে গিয়েছিল নানা ধরনের জল্পনা। এরপর আইএফএ-র দায়িত্ব কে নেবেন তা নিয়ে। শোনা যাচ্ছে, সোমবারই বাংলার ফুটবল নিয়ামক সংস্থার দায়িত্ব নিতে পারেন বর্তমান কোষাধ্যক্ষ অনির্বাণ দত্ত। দুই সহ সভাপতি সুব্রত দত্ত এবং অজিত বন্দ্যোপাধ্যায়।
ব্যক্তিগত কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই সচিব পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন জয়দীপ। আইএফএ-র সংবিধান অনুসারে গভর্নিং বডির প্রথম সভাতেই কে সভাপতি হবেন তা ঠিক করে নিতে হয়। সোমবার গভর্নিং বডির প্রথম সভা। আর সেই সভাতেই ঠিক করা হবে সবটা। সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সম্মিলিত করতালির মধ্যে দিয়ে সচিব পদ থেকে বিদায় নেন জয়দীপ। তখন থেকেই মনে করা হচ্ছিল কোষাধ্যক্ষ অনির্বাণ দত্তই হয়ত দায়িত্ব নিতে পারেন। এবার হয়ত সেই জল্পনাই সত্যি হতে হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার আইএফএ-এর পরবর্তী কমিটি গড়া নিয়ে মিটিং হয়। সেই মিটিংয়ে সকলের কাছেই সচিবের নাম জানতে চান চেয়ারম্যান সুব্রত দত্ত। সকলেই প্রায় অনির্বাণকেই সমর্থন করেন। সহ সভাপতি পদে আসতে চলেছেন তিন নতুন মুখ। সুরুচী সংঘ কর্তা স্বরূপ বিশ্বাস, সাদার্ন সমিতি কর্তা সৌরভ পাল এবং বিশ্বজিত ভাদুড়ি।
কেন সরে গেলেন জয়দীপ?
ব্যক্তিগত কারণের কথা বললেও শোনা যাচ্ছে, অনির্বাণ কোষাধ্যক্ষ হিসেবে আসার পর থেকেই সমস্যা বাড়ছিল জয়দীপের। এর সঙ্গেই দুই বড় ক্লাবের পক্ষ থেকেও সে ভাবে সহযোগিতা পাচ্ছিলেন না জয়দীপ। এ নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভের কথাও জানিয়েছিলেন জয়দীপ।
তবে পদ পাওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছেন অনির্বাণ। বাংলার অনুর্দ্ধ-১৭ মহিলা দলের স্পন্সর এনে দিলেন আইএফএ কর্তা। তাঁর এই কাজ ময়দানে আলোড়ন ফেলে দিয়েছে। এবার দেখার, আইএফএ-এর হটসিটে বসে কেমন ভাবে কাজ করেন অনির্বাণ।