ফিট হয়ে মাঠে ফিরতে চলেছেন মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। আইএসএল-এ (ISL) টানা তিন ম্যাচ হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিছুটা হলেও অক্সিজেন পেয়ে গেল সবুজ-মেরুন। চোট আঘাত সমস্যা এবারে আইএসএল-এ বেশ সমস্যায় ফেলে দিয়েছে মোহনবাগানকে।
কবে ফিরছেন আনোয়ার?
সুপার কাপের প্রস্তুতির জন্য ৩ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করছে মোহনবাগান। মনে করা হচ্ছে সেইদিনই মাঠে দেখা যেতে পারে তারকা স্টপারকে। তবে অনুশীলনে ফিরলেও সুপার কাপে তাঁকে খেলানো যাবে কিনা তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারেননি জুয়ান ফেরান্দো। মোহনবাগান সুপার জায়েন্টও তাঁর মাঠে ফেরার ব্যাপারে তাড়াহুড়ো করতে নারাজ। তাঁকে আইএসএল-এ পেতে মরিয়া সবুজ-মেরুন। ফেরান্দো আসন্ন সুপার কাপে সাত জন ফুটবলারকে পাবেন না। এই অবস্থায় দলের ছয় বিদেশি ভরসা। তাদেরও পারফরম্যান্স যে নজরদারিতে নেই তা কিন্তু নয়। সাদিকু কামিন্স এমনকি হুগো বুমোসও ম্যানেজমেন্টের নজরদারিতে।
কোচ জুয়ান ফেরান্দোও সুপার কাপে সাফল্য না পেলে বরখাস্ত হতে পারেন। শোনা যাচ্ছে হায়দরাবাদ এফসি থেকে চিঙ্গেলসানা মোহনবাগান সুপারজায়ান্টে যোগ দিতে আগ্রহী। যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে একজন ভারতীয় স্টপারকে লাগবে মোহনবাগানের। না হলে বিদেশি স্টপার খেলাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সবুজ-মেরুনকে। মিডফিল্ড বা আক্রমণে শক্তি বাড়াতে পারছেন না জুয়ান। খেলাতেও তার প্রভাব পড়ছে। সেই সমস্যা কাটাতে মরিয়া মোহনবাগান।
পাওয়া যাবে সাহালকে?
সেন্ট্রাল মিডফিল্ডারের অভাবে ভুগতে হচ্ছে মোহনবাগানকে। প্রতিপক্ষের বক্সে আক্রমণ তুলে নিয়ে যেতে গেলে মাঝে এমন কাউকে দরকার যে বল ধরে ফাঁকা জায়গায় দিতে পারবে। তবে সাহাল বা জনি কাউকো না থাকায় সেটা হচ্ছে না। দুই জনেরই চোট রয়েছে। এই মরসুমে সেই চোট কাটিয়ে তিনি ফিরতে পারবেন না কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবুও মোহনবাগান এখনও আশাবাদী।