Advertisement

Arijit Singh Kolkata Derby: ডার্বিতে চমক, ইস্টবেঙ্গল vs মোহনবাগান ম্যাচ দেখতে শহরে অরিজিৎ?

মরশুমের প্রথম ডার্বি দেখতে উপস্থিত থাকবেন অরিজিৎ সিং। শনিবার ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ দেখতে যুবভারতিতে আসছেন বলিউডের তারকা বাঙালি গায়ক। কলকাতা ময়দানের সঙ্গে অরিজিতের যোগাযোগ বেশ নিবিড়।

মোহনবাগান-ইস্টবেগল ম্যাচে অরিজিৎ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2023,
  • अपडेटेड 11:32 PM IST

মরশুমের প্রথম ডার্বি দেখতে উপস্থিত থাকবেন অরিজিৎ সিং। শনিবার ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ দেখতে যুবভারতীতে আসছেন বলিউডের তারকা বাঙালি গায়ক। কলকাতা ময়দানের সঙ্গে অরিজিতের যোগাযোগ বেশ নিবিড়।


এবারের ডুরান্ড কাপের থিম সং গেয়েছেন অরিজিৎ। এর আগে ইস্টবেঙ্গলের শতবর্ষের থিম সংও গেয়েছেন বাঙালি গায়ক। মোহনবাগানের ১৯১১ সালের শিল্ড জয় নিয়ে তৈরি হওয়া ছবি এগারোর গানও তাঁরই গাওয়া। ফলে লাল-হলুদ ও সবুজ-মেরুন দুই দলের আবেগের সঙ্গেই নিজেকে মিশিয়ে দিয়েছেন অরিজিৎ।  মরশুমের প্রথম ডার্বি নিয়ে ইতিমধ্যে ফুটতে শুরু করেছে শহর কলকাতা। ডার্বিতে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া জুয়ান ফেরান্দোর দল। অপর দিকে নতুন কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। বড় ম্যাচ নিয়ে যখন তোলপাড় বাংলার মানুষ।


প্রসঙ্গত ২০২৩ ডুরান্ড কাপের থিম সং ‘ভিডে’ গেয়েছেন অরিজিৎ সিং। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছিলেন ডিভাইন। শুধু গান নয় ফুটবলের দুনিয়া নিয়ে যথেষ্ট সচেতেন গায়ক। বহুবার তাঁকে নাআ ভিডিওতে ফুটবল চর্চা করতে দেখা গিয়েছে। বাংলার দুঃস্থ ফুটবলারদের দিকে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। 

লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রত জানান, শনিবার তাঁরা তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবেন। উল্লেখ্য, শেষ ম্যাচে মূলত দুর্বল রক্ষণের জন্যই দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি ইস্টবেঙ্গল। তার উপর লাল কার্ডের জন্য শনিবার নিশু কুমারকে পাবেন না কার্লেস। ডানদিকে তাই মহম্মদ রাকিপকে খেলাতে পারেন তিনি।


অন্যদিকে টানা আটটি ডার্বিতে জিতে আত্মবিশ্বাসী মোহনবাগান। গত মরশুমের চেয়ে এইবার দল আরও শক্তিশালী করেছে সবুজ-মেরুন ব্রিগেড। স্ট্রাইকার, মিডফিল্ডার এবং ডিফেন্ডার তিনটি বিভাগেই নতুন মুখ। এই দল নিয়ে এএফসি কাপ জিততে বদ্ধপরিকর কোচ জুয়ান ফেরান্দো। এই ম্যাচে অভিষেক হতে পারে বিশ্বকাপার জেসন কামিন্সের।

Advertisement

ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ
প্রভসুখন গিল ( গোলকিপার ), জর্ডন এলসেই, গুরসিমরত সিং, হরমনজ্যোত সিং খাবরা, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ সিং, নন্দকুমার, ভানলাল পেকা, জ্যাভিয়ের সীভেরিও, ক্লেটন সিলভা, জোস অ্যান্তোনিও পেদ্রো লুকাস 
মোহনবাগানের সম্ভাব্য একাদশ
বিশাল কাইথ ( গোলকিপার), আশিস রাই, আনোয়ার আলী, ব্রেন্ডন হ্যামিল, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস , লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, জেসন কামিন্স, শুভাশিস বোস, গ্লেন মার্টিন্স, 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement