Advertisement

Arun Lal and Bulbul Saha: বলিউডি গানে নেচে তাক লাগিয়ে দিলেন অরুণ-বুলবুল, VIDEO

'চাঁদনি যব তক হ্যায় জান', গানে নাচতে দেখা যায় যুগলকে, সোমবার বিয়ে করেন অরুণ লাল ও বুলবুল সাহা। রবিবার রেজিস্ট্রি হয় তাঁদের। সেই ছবি শেয়ার করেন বুলবুল। রবিবারের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

অরুণ লাল ও বুলবুল সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2022,
  • अपडेटेड 8:43 PM IST
  • বলিউডের গানে নাচলেন অরুণ লাল
  • সঙ্গী দ্বিতীয় স্ত্রী বুলবুল

বলিউডি গানে নাচ্ছেন অরুণ লাল। বিয়ের পার্টিতে দ্বিতীয় স্ত্রী বুলবুলের সঙ্গে বাংলার ক্রিকেট দলের কোচ কোমর দোলালেন। ৬৬ বছর বয়সী অরুণলাল একেবারে পার্টি মুডে। এই মাসের শেষেই হানিমুনে বাংলা দলের সঙ্গে বেঙ্গালুরু উড়ে যাবেন নবদম্পতি। সেটাই হবে তাঁদের হানিমুন। তার আগে ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেল অন্য অরুণ লালকে। নীল শাড়ি আর নীল ব্লাউজে সজ্জিত বুলবুলের সঙ্গে নীল পাঞ্জবি আর সাদা পাজামা পরে বলিউডি গানে নাচলেন অরুণ লাল ও বুলবুল। 

'চাঁদনি যব তক হ্যায় জান', গানে নাচতে দেখা যায় যুগলকে, সোমবার বিয়ে করেন অরুণ লাল ও বুলবুল সাহা। রবিবার রেজিস্ট্রি হয় তাঁদের। সেই ছবি শেয়ার করেন বুলবুল। রবিবারের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

সোমবারের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হাজির হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিমও। কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ ঝাড়খন্ড। সেই ম্যাচে মনোজ-আকাশদীপদের উৎসাহ দিতে যাবেন বুলবুলও। এই মাসের শেষ দিকেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে বেঙ্গালুরু যাচ্ছে বাংলা দল (Bengal)। বিয়ের পর বাংলা দলের সঙ্গেই হানিমুন সারবেন কোচ অরুণ লাল (Arun Lal) ও বুলবুল সাহা (Bulbul Saha)। সোমবারই বিয়ে করেছেন ৬৬ বছর বয়সী অরুণ লাল। রিসেপশনের ফাঁকে অরুণলাল ও বুলবুল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হোটেলের বাইরে চলে আসেন।

৬ থেকে ৮ জুন বাংলা কোয়ার্টার ফাইনালে খেলবে ঝাড়খন্ডের বিরুদ্ধে। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা। সেই ম্যাচে মনোজ তিওয়ারি, আকাশ দীপদের উৎসাহ দিতে দেখা যাবে বুলবুলকেও। কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। ৬ জুন কোয়ার্টার ফাইনালে বাংলার মুখোমুখি ঝাড়খন্ড। তার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে অরুণ লালের দল।

Advertisement

আরও পড়ুন: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি পৃথ্বী শ, খেলবেন না CSK ম্যাচে

কোয়ার্টার ফাইনালে ওঠা দু'টি দলের বিরুদ্ধেই এই প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলা। বাংলা ছাড়াও, মুম্বই, উত্তরাখন্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ড এবারের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই সাত দলের মধ্যেই যে কোনও দুই দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। বাংলা দল নিয়ে আশাবাদী সিএবি কর্তারাও। অসাধরণ খেলছেন বাংলার ক্রিকেটাররা। এলিট গ্রুপে থাকা ৩২ দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বাংলা। অরুণ লালের দলের পয়েন্ট ছিল ১৮। আর সেই কারণেই বাংলা দল নিয়ে এবার আশাবাদী সিএবি কর্তারা। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement