Advertisement

Asad Rauf Passed Away : যৌন হেনস্থা থেকে স্পট ফিক্সিং, প্রয়াত সেই বিতর্কিত পাক আম্পায়ার আসাদ রউফ

নিষেধাজ্ঞা জারির পর অনেকটাই বদলে যায় আসাদ রউফের জীবন। লাহোরে একটি জুতো এবং কাপড়ের দোকান চালাতেন তিনি। আসাদের মৃত্যু সংবাদ দিয়েছেন তাঁর ভাই তাহির রউফ। তিনি জানান, বুধবার দোকান বন্ধ করে ফেরার সময় বুকে ব্যথা অনুভব করেন আসাদ। তারপরেই তাঁর মৃত্যু হয়। 

আসাদ রউফআসাদ রউফ
Aajtak Bangla
  • পাকিস্তান,
  • 15 Sep 2022,
  • अपडेटेड 10:52 AM IST
  • চলে গেলেন আসাদ রউফ
  • পাক আম্পায়ার ছিলেন তিনি
  • একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে

প্রয়াত পাকিস্তানের বিখ্যাত আম্পায়ার আসাদ রউফ (Asad Rauf)। ৬৬ বছর বয়সে পাকিস্তানের লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Asad Rauf Passed Away)। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ১৩ বছরের কেরিয়ারে ৪৯টি টেস্ট, ৯৮ ওয়ান ডে এবং ২৩টি টি-২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। ২০১৩ সালে আইপিএল-এ (IPL) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৬ সালে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিসিআই (BCCI)। 

দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন
নিষেধাজ্ঞা জারির পর অনেকটাই বদলে যায় আসাদ রউফের জীবন। লাহোরে একটি জুতো এবং কাপড়ের দোকান চালাতেন তিনি। আসাদের মৃত্যু সংবাদ দিয়েছেন তাঁর ভাই তাহির রউফ। তিনি জানান, বুধবার দোকান বন্ধ করে ফেরার সময় বুকে ব্যথা অনুভব করেন আসাদ। তারপরেই তাঁর মৃত্যু হয়। 

রয়েছে আরও অভিযোগ
২০১২ সালে আসাদ রউফের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন মুম্বইয়ের এক মডেল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মডেলের সঙ্গে সম্পর্কে জড়ানো এবং পরে প্রতিশ্রুতি পূরণে অস্বীকার করার অভিযোগ ওঠে রউফের বিরুদ্ধে। 

আরও পড়ুন

২০১৩ সালে আসাদ রউফের বিরুদ্ধে আইপিএল-এ স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। যার জেরে মরশুমের মাঝপথেই তাঁকে টুর্নামেন্ট ছাড়তে হয়। পাশাপাশি ওই বছরেই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরানো হয়ে এবং আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেল থেকেও বাদ দেওয়া হয়। এরপরেই আম্পায়ারিং থেকে অবসর নেন আসাদ। 


 

Read more!
Advertisement
Advertisement