Advertisement

Asia Cup 2023 India vs Pakistan: আজ ভারত VS পাকিস্তান, কীভাবে কখন ফ্রিতে দেখাবেন ম্যাচ?

আর মাত্র কয়েকঘণ্টা পরেই এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সুপার ফোরে একটা ম্যাচ জিতে গিয়েছে পাকিস্তান (Pakistan)। অন্যদিকে ভারত সুপার সুপার ফোরে প্রথম ম্যাচ খেলতে নামছে।

ভারত-পাকিস্তান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2023,
  • अपडेटेड 10:03 AM IST

আর মাত্র কয়েকঘণ্টা পরেই এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সুপার ফোরে একটা ম্যাচ জিতে গিয়েছে পাকিস্তান (Pakistan)। অন্যদিকে ভারত সুপার সুপার ফোরে প্রথম ম্যাচ খেলতে নামছে।
 

ম্যাচের সময় বৃষ্টি হবে?
ম্যাচের দিন রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে ৯০-১০০ শতাংশ। গ্রুপস্তরে দুই দলের প্রথম ম্যাচেও বৃষ্টির সম্ভবনা ছিল ৯০%। এবারও সেটাই থাকছে। গ্রুপের ম্যাচ বৃষ্টির জন্য ফয়সালা হয়নি। তবে এবার বৃষ্টিতে খেলা না হলে থাকছে রিজার্ভ ডে। ১১ সেপ্টেম্বর অর্থাৎ, সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে সেখানেও থাকছে বৃষ্টির সম্ভবনা। সোমবার বৃষ্টি হতে পারে ৯০%। রবিবার ও সোমবার আকাশে মেঘ থাকবে ৯৫%। রবিবার ভারতীয় সময় দুপুর তিনটেয় শুরু হবে ম্যাচ। আড়াইটেয় টস হওয়ার কথা রয়েছে। আবহাওয়া ঠিক থাকলে নির্ধারিত সময়েই টস হবে।   
 

কোথায় দেখা যাবে এই ম্যাচ?
স্টার স্পোর্টসে দেখা যাবে এশিয়া কাপের সমস্ত ম্যাচ। রবিবারের ম্যাচের লাইভ স্ট্রিমিং (India vs Pakistan Match Live Streaming) দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। এশিয়া কাপ ও বিশ্বকাপ এবারে ফ্রিতে দেখা যাচ্ছে হটস্টারে।
 

রিজার্ভ ডে তেও ম্যাচ না হলে কী হবে?
রিজার্ভ দিনে ম্যাচের ফয়সালা না হলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে এবং দুই দলকে ১ পয়েন্ট করে দেওয়া হবে। তবে এবারের যেই নিয়ম রাখা হয়েছে তাতে ম্যাচ বাতিলের সম্ভবনা কম। কারণ প্রথম দিনে ম্যাচ যতটা খেলা হবে, রিজার্ভ দিনে সেখান থেকে শুরু হবে। যেমন, প্রথম দিনে যদি ১০ ওভারের পর বৃষ্টির জন্য আর খেলা না হয়, তাহলে দ্বিতীয় দিনে ১১ তম ওভার থেকে খেলা শুরু হবে। এতে দ্বিতীয় দিনে গোটা ম্যাচ আয়োজনের সময় বাঁচবে। আয়োজকদের আশা, এর ফলে ম্যাচ বাতিল হবে না। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement