Advertisement

Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে ধরা পড়ল ভারতের ৫ অসুখ, বিশ্বকাপের আগে শঙ্কা

এশিয়া কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ফলে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা ছিল একেবারেই নিয়মরক্ষার। তবুও ফাইনালের আগে এই ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে হেরে গেল ভারতীয় দল। রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে খুব দ্বিতীয় বলে শূন্য রানে আউট হয়েছিলেন। দেখে নেওয়া যাক, কোন চার কারণে এশিয়া কাপে ১২ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হারতে হল ভারতীয় দলকে?

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলম্বো,
  • 16 Sep 2023,
  • अपडेटेड 11:45 AM IST

এশিয়া কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ফলে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা ছিল একেবারেই নিয়মরক্ষার। তবুও ফাইনালের আগে এই ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে হেরে গেল ভারতীয় দল। রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে খুব দ্বিতীয় বলে শূন্য রানে আউট হয়েছিলেন। দেখে নেওয়া যাক, কোন চার কারণে এশিয়া কাপে ১২ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হারতে হল ভারতীয় দলকে?
 

খারাপ ফিল্ডিং 
ভারতীয় দল শুরু থেকেই খারাপ ফিল্ডিং করতে শুরু করেন। ডেবিউ করা তিলক ভর্মা বেশ কয়েকটি ক্যাচ মিস করেন। ফিল্ডিংও মিস হয় বেশকিছু। ফলে অনেক রান পেয়ে যায় বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচ বলেই কি বাংলাদেশকে হালকা ভাবে নিয়েছিল ভারত? প্রশ্ন উঠতেই পারে। গোটা ম্যাচে এত ক্যাচ ফেললেন ভারতীয় ফিল্ডারেরা যা দেখলে আঁতকে উঠতে হয়েছে সমর্থকদের। গা ছাড়া মনোভাব ছিল ফিল্ডিংয়েও। খুব সহজ বাউন্ডারি হয়েছে যা আর একটু চেষ্টা করলে ধরে ফেলা যেত।
 

শুভমন ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতা
খুবই খারাপ শট খেলে আউট হলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। তিলক ভর্মা, কেএল রাহুল, ইশান কিশন কেউ ভাল খেলতে পারলেন না। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা যে ম্যাচে নেই, সেখানে কাউকে ধরে খেলার দরকার ছিল। শুভমন গিলকে সঙ্গ দেওয়ার মতোই কেউ ছিলেন না।
 

মাঝের ওভারে বাংলাদেশের ব্যাটারদের আউট করতে না পারা
বাংলাদেশের প্রথম চারটি উইকেট খুব তাড়াতাড়ি ফেলে দিয়েছিলেন ভারতের বোলারেরা। কিন্তু শাকিব এবং তৌহিদের জুটিকে ভাঙতে অনেক বেগ পেতে হল। স্পিনার হোক বা পেসার, ভারতের বোলিং ছিল নির্বিষ। দুই বাংলাদেশি ব্যাটারেরই খেলতে কোনও অসুবিধা হয়নি। ওই জুটি বাংলাদেশকে বড় ভিতের উপরে দাঁড় করিয়ে দেয়।
 

Advertisement

তিলকরা দাগ কাটতে ব্যর্থ
এশিয়া কাপে সুযোগ না পাওয়া তিলক ভর্মা, সূর্যকুমার যাদবেরা এই ম্যাচে এসেছিলেন। কিন্তু কেউই সুযোগ কাজে লাগাতে পারলেন না। তিলক আউট হলেন জাজমেন্ট দিতে গিয়ে, যে ভুল আজকাল স্কুলছাত্রেরাও করেন না।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement