Advertisement

Asia Cup 2024 India vs Bangladesh: বাংলাদেশকে ১০ উইকেটে হারালেন হরমনপ্রীতরা, ফাইনালে ফের ভারত vs পাকিস্তান?

এশিয়া কাপের (Asia Cup 2024) সেমি ফাইনালেও দাপট অব্যহত ভারতের মহিলা (Indian Woman Team) দলের। বাংলাদেশের (Bangladesh Woman Team) মেয়েদের ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া (Team India)। টসে জিতে এদিন শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারের ম্যাচে ৮০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস। শেফালি বর্মা (Shafali Verma), স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), রিচা ঘোষ (Richa Ghosh), জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues) সমৃদ্ধ ব্যাটিং লাইন আপের কাছে যা বড় একটা সমস্যা হওয়ার কথা ছিল না। আর সেটাই হয়েছে।

Team India, Asia Cup 2024Team India, Asia Cup 2024
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2024,
  • अपडेटेड 4:49 PM IST

এশিয়া কাপের (Asia Cup 2024) সেমি ফাইনালেও দাপট অব্যহত ভারতের মহিলা (Indian Woman Team) দলের। বাংলাদেশের (Bangladesh Woman Team) মেয়েদের ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া (Team India)। টসে জিতে এদিন শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারের ম্যাচে ৮০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস। শেফালি বর্মা (Shafali Verma), স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), রিচা ঘোষ (Richa Ghosh), জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues) সমৃদ্ধ ব্যাটিং লাইন আপের কাছে যা বড় একটা সমস্যা হওয়ার কথা ছিল না। আর সেটাই হয়েছে।

সেমি ফাইনালে সহজ জয় ভারতের
ভারতীয় বোলারদের মধ্যে দাপট দেখালেন রেণুকা সিংহ ও রাধা যাদব। দুজনই তিনটি করে উইকেট পেয়েছেন। যার মধ্যে রেণুকা ৪ ওভারে একটি মেডেন-সহ মাত্র ১০ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশ ইনিংসের শেষে রেণুকা বলেছেন, 'কোনও চাপ ছিল না। আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি শুরু থেকেই ছন্দে ছিলাম। পরিবেশ ও পরিস্থিতিও আমাদের অনুকূল ছিল। আমি স্পষ্ট লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম। কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা পরিবেশ অনুযায়ী ম্যাচের আগের দিন প্রস্তুতি নিয়েছিলাম। পরিকল্পনাগুলো মাঠে নেমে কাজে লাগিয়েছি।'
 

হাফ সেঞ্চুরি মন্দনার
জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই জয় তুলে নেয় ভারতের মহিলা দল। স্মৃতি মান্ধানা হাফসেঞ্চুরি করেন। তিনি শেষ অবধি ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। অন্য ওপেনার শেফালি বর্মা ২৮ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন। ১১ ওভারে ৮৩ রান তুলে ফেলে ভারত। কোনও উইকেট না হারিয়ে। ১০ উইকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত। দুই দল এখনও পর্যন্ত ২৩টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে ২০টি ম্যাচে জিতেছে ভারত। ৩টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে এগিয়ে থেকেই নেমেছিল ভারত।

Advertisement
Read more!
Advertisement
Advertisement