Advertisement

Asia Cup Squad: বুমরাকে নিয়ে সাসপেন্স, শিকে ছিঁড়বে শুভমনের? রইল এশিয়া কাপের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের প্লেইং ইলেভেন নিয়ে সাসপেন্স ক্রমশই বাড়ছে। আদৌ টুর্নামেন্টে খেলবেন জসপ্রীত বুমরা? স্কোয়াডে কে শেষ পর্যন্ত জায়গা পাবেন, যশস্বী না শুভমন? জেনে নিন টুর্নামেন্টের সম্ভাব্য একাদশ কারা...

এশিয়া কাপের সম্ভাব্য একাদশএশিয়া কাপের সম্ভাব্য একাদশ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 8:38 AM IST
  • আদৌ এশিয়া কাপে খেলবেন বুমরা?
  • যশস্বী না শুভমন, শিকে ছিঁড়বে কার?
  • রইল এশিয়া কাপের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণা হতে পারে মঙ্গলবার, ১৯ অগাস্ট। বাছাই পর্বের আগে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে টুর্নামেন্টে না পাওয়ার সম্ভাবনা যেমন প্রবল হচ্ছে, ঠিক তেমনই বেশ কিছু ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। টি-২০ দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এখনও সম্পূর্ণ ফিট নন। জার্মানিতে সম্প্রতি হার্নিয়া অপারেশন হয়েছে তাঁর। বর্তমানে রয়েছেন রিহ্যাবে। তবে আশা করা হচ্ছে এশিয়া কাপ শুরুর আগেই সুস্থ হয়ে ফিরবেন তিনি। 

বাদ পড়বেন যশস্বী জয়সওয়াল?
টেস্ট টিমের ক্যাপ্টেন শুভমন গিলের এশিয়া কাপের দলে ঠাঁই হয় কি না, সেদিকে নজর রয়েছে সকলের। তবে সবচেয়ে বেশি সাসপেন্স তৈরি হয়েছে যশস্বী জয়সওয়ালকে নিয়ে। গত বছর জুলাই মাসে শেষবার আন্তর্জাতিক স্তরে টি-২০ খেলেছিলেন এই দু'জন। যশস্বী এবং শুভমন দু'জনেই সাদা বলের ক্রিকেটে ওপেনিং করেন। তবে সিলেক্টরদের ওপেনিং জুটি হিসেবে প্রথম পছন্দ হতে পারেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। কারণ এই দু'জন টি-২০ টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করে নিজেদের প্রমাণ করেছেন। ফলে শুভমন এবং যশস্বীকে নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। অনুমান করা হচ্ছে এই দু'জনের মধ্যে যে কোনও একজনকে অন্তত ব্যাক আপ ওপেনার হিসেবে স্কোয়াডে রাখা হতে পারে। অক্ষর প্যাটেলকে দেওয়া হতে পারে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ছাড়া তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়াও দলে থাকবেন বলেই আশা করা হচ্ছে। 

অন্যদিকে, মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিংয়ের স্কোয়াডে ঠাঁই হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ফিনিশার হিসেবে শিভব দুবে জায়গা করে নিতে পারেন এশিয়া কাপে। তিনি বল হাতেও দক্ষ। দ্বিতীয় উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মাকে সুযোগ দেওয়া হতে পারে। যিনি ফিনিশারের ভূমিকায় অনবদ্য। 

এদিকে, ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এশিয়া কাপে জায়গা করে নিতে পারেন কি না, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিতর্ক এখনও থামেনি। পাশাপাশি চোটে ঘায়েল উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্থ কোনওমতেই এশিয়া কাপে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও চোটের কারণে জায়গা পাবেন না স্কোয়াডে। শ্রেয়স আইয়ার এই টুর্নামেন্টের জন্য বড় বাজি হতে পারেন। তবে সিলেক্টররা তাঁকে আদৌ বিবেচনা করেন কি না, সেটাই এখন দেখার। 

Advertisement

হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে যে কোনও একজনের সুযোগ হতে পারে এশিয়া কাপে। ধ্রুব জুরেলও ব্যাক আপ উইকেট কিপার হিসেবে নজরে থাকবেন। তবে জিতেশ শর্মার IPL-এ দুর্ধর্ষ পারফরম্যান্স তাঁকে অনেকটাই এগিয়ে রাখবে। অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের জায়গা কার্যত পাকা। রিয়ান পরাগ, কেএল রাহুল, ইশান কিশান, রবি বিষ্ণোইয়ের মতো স্টার ক্রিকেটাররাও এই স্কোয়াডে থাকবেন বলেই মনে করা হচ্ছে। 

সম্ভাব্য একাদশ
সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মাস সঞ্জু স্যামসন(উইকেট কিপার), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, জিতেশ শর্মা (উইকেট কিপার) এবং শুভমন গিল। 

 

Read more!
Advertisement
Advertisement