সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবার এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে খেলা হবে এবং এর জন্য সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবী এবং দুবাই শহরগুলিকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় টিম এশিয়া কাপে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে। শ্রীলঙ্কগা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং গ্রুপ বি-তে। কিন্তু টুর্নামেন্ট শুরুর মুখেই বড়সড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।
এশিয়া কাপ ২০২৫-এর জন্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছিল সূর্যকুমার যাদবকে। কিন্তু তিনি এখনও ম্যাচ ফিট নয় বলেই জানা যাচ্ছে। সম্প্রতি জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার অপারেশন হয় সূর্যকুমারের। বর্তমানে ন্যাশনাস ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর।
আশা রয়েছে সূর্যকুমারই গোটা টুর্নামেন্টে অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলাবেন। তবে তার আগে তিনি আদৌ সম্পূর্ণ ফিট এবং ম্যাচ রেডি হতে পারবেন কি না, তা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
তবে যদি সূর্যকুমার যাদব শেষ মুহুর্তে খেলতে না পারেন সেক্ষেত্রে কাকে ক্যাপ্টেন করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। সূর্যর জায়গায় ৩ খেলোয়াড়ের নাম ঘোরাফেরা করছে বোর্ডের অন্দরে।
শুভমন গিল: প্রথমই টেস্ট টিমের ক্যাপ্টেন শুভমন গিলের নাম উঠে আসছে। টি-২০ ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর ক্রিকেটের এই সবচেয়ে ছোট ফরম্যাটে সূর্যকুমার যাদবকে ভারতীয় টিমের ক্যাপ্টেন করা হয়। শুভমন গিল হন ভাইস ক্যাপ্টেন। জিম্বাবয়ে সফরে শুভমন ক্যাপ্টেন ছিলেন। তবে শুভমন জুলাই ২০২৪-এ ভারতীয় টিমের হয়ে কোনও টি-২০ ম্যাচ খেলেননি।
অক্ষর প্যাটেল: বাঁ হাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেলও এই দৌড়ে রয়েছেন। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া টি-২০ সিরিজে ভারতীয় টিমের ভাইস ক্যাপ্টেন ছিলেন তিনি। এরপর এক্ষর IPL-এ দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ছিলেন। তবে তাঁর টিম প্লে-অফ পর্যন্তও পৌঁছতে পারেনি। ব্যাটার হিসেবে কামাল করে দেন অক্ষর তবে সম্প্রতি পারফরম্যান্স খারাপ চলছে তাঁর। এদিকে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনাররা ভাল পারফর্ম করছেন। ফলে অক্ষরের প্লেয়িং ১১-তে জায়গা করা নিয়েও প্রশ্ন রয়ে গিয়েছে। তবে অক্ষরকে যদি এশিয়া কাপে ক্যাপ্টেন করা হয়, হতবার হওয়ার কোনও কারণ নেই।
হার্দিক পান্ডিয়া: অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সাদা বলের ক্রিকেটে ভারতীয় টিমের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন। হার্দিক টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০২৪-এ টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন ছিলেন। অথচ রোহিত শর্মার অবসরের পর তাঁকে ক্যাপ্টেন করা হল না। হার্দিক IPL-এ গুজরাট টাইটান্সে তাঁর অধিনায়কত্বেই জয়ী হয় দল। হার্দিক বর্তমানে IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। সেখানে সূর্যকুমার যাদব তাঁর টিমেই খেলেন। তা সত্ত্বেও রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টিমে তাঁকে ক্যাপ্টেন করা হয়নি। এমনকী দেওয়া হয়নি ভাইস ক্যাপ্টেনের দায়িত্বও। কেন এমনটা হল, তা স্পষ্ট নয়। তবে যদি সূর্যকুমার যাদব এশিয়া কাপ থেকে ছিটকে যান তবে হার্দিকের ক্যাপ্টেন হওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে।