মঙ্গলবার এশিয়া কাপের ঢাকে কাঠি পড়ে গেল। কিন্তু সব উত্তেজনা রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে বাইশ গজে প্রথমবার মুখোমুখি হবে এই দুই দেশ। সেই ম্যাচ নিয়েই মুখ খুললেন ভারতের টি২০ দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।
দুবাইয়ে মঙ্গলবার এশিয়া কাপের আট অধিনায়ক একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সলমন আঘাকে পাশাপাশি বসানো হয়নি, তাঁদের মাঝে ছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। সংবাদমাধ্যমের নজর ছিল মূলত সূর্য এবং আঘার দিকেই। নিয়ম মেনে অন্যান্য অধিনায়কদের মতোই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সে দেশের মন্ত্রী মহসিন নকভির সঙ্গে হাতও মেলান সূর্যকুমার যাদব। তবে পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি তিনি।
ভারতীয় অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটই খেলবে তাঁর দল। তিনি বলেন, 'মাঠে আগ্রাসন ছাড়া খেলা সম্ভব নয়।' পাল্টা জবাবে পাকিস্তান অধিনায়ক আঘাও একই সুরে বলেন, 'আগ্রাসন ক্রিকেটের অংশ, বিশেষ করে পেসারদের ক্ষেত্রে।' তবে তিনি খেলোয়াড়দের বিশেষ কোনও নির্দেশ দেবেন না।
ট্রফির দৌড়ে ভারতকে 'ফেভারিট' ধরা হলেও সূর্যকুমার যাদব তা মানতে চাননি। তাঁর মতে, প্রতিযোগিতার আগে শুধু প্রস্তুতিই আসল, সেটি ঠিক থাকলে আত্মবিশ্বাসও থাকবে। অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজ জয় করে আসায় যথেষ্ট আত্মবিশ্বাসী পাকিস্তান। আঘা বলেন, তারা যথেষ্ট ভালো ক্রিকেট খেলছেন এবং এশিয়া কাপে ভাল কিছুই করবে তাঁর দল।
অন্যদিকে আমিরশাহির মাঠ পাকিস্তানের কাছে পরিচিত হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা মিলতে পারে বলে মনে করছেন আঘা। তবে সূর্যকুমারের বক্তব্য, টি-টোয়েন্টি ক্রিকেটে কেউ বেশি সুবিধা নিয়ে নামে না। কাউকে হালকা ভাবে নেওয়া যায় না। নিজেদের দিনে যে কোনও দল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে খাতায় কলমে বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করলেও ভারতের আসল ম্যাচ যে আগামী ১৪ তারিখ তার সুর মঙ্গলবারই নির্দিষ্ট হয়ে গেল।