Advertisement

Asia Cup Final 2023 India vs Sri Lanka: ম্যাচ সেরার চার লক্ষ টাকা নিচ্ছেন না সিরাজ, কারা পাচ্ছেন?

এশিয়া কাপ জুড়ে দাপিয়ে বেরিয়েছে বৃষ্টি। ভারতের ম্যাচগুলোতে তো বটেই, অন্য ম্যাচগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে গ্রাউন্ডসম্যানরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সেই কারণেই এশিয়া কাপ এত বর্ষার মধ্যেও করা গিয়েছে। সেই গ্রাউন্ডসম্যানদের সম্মান জানাতে ম্যাচ সেরার পুরস্কারমূল্য তাঁদের দিয়ে দিলেন মহম্মদ সিরাজ।

মহম্মদ সিরাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2023,
  • अपडेटेड 11:50 PM IST

এশিয়া কাপ জুড়ে দাপিয়ে বেরিয়েছে বৃষ্টি। ভারতের ম্যাচগুলোতে তো বটেই, অন্য ম্যাচগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে গ্রাউন্ডসম্যানরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সেই কারণেই এশিয়া কাপ এত বর্ষার মধ্যেও করা গিয়েছে। সেই গ্রাউন্ডসম্যানদের সম্মান জানাতে ম্যাচ সেরার পুরস্কারমূল্য তাঁদের দিয়ে দিলেন মহম্মদ সিরাজ।


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন সিরাজ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সকলেই প্রশংসা করছেন সিরাজকে। বিশ্বকাপের আগে শেষবার বহুদেশীয় টুর্নামেন্ট খেলার সুযোগ যদি বৃষ্টিতে ভেসে যেত তা হলে সমস্যায় পড়তে হতে পারত ভারতীয় দলকে। সেই দিক থেকেও এই এশিয়া কাপ জেতা বেশ স্পেশাল। ফাইনালে সেই স্পেশাল মুহূর্তকে আরও স্পেশাল করে রাখলেন সিরাজ।  এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৬ বলে পাঁচ উইকেট তুলে নেন ভারতের পেসার।


এর ফলে চামিন্ডা ভাসের রেকর্ড স্পর্শ করে ফেললেন ভারতের এই তরুণ জোরে বোলার। শ্রীলঙ্কার প্রাক্তন পেসার ভাস ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধেও ১৬ বলে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার নজির এটাই। ফাইনালে মোট ছয় উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে একাই শেষ করে দেন সিরাজ। যার মধ্যে এক ওভারে ছিল চার উইকেট।


তৃতীয় ওভারের প্রথম বলেই নিশাঙ্কা আউট হন। অফের বাইরের বলে শট খেলতে গিয়ে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন। তৃতীয় বলে ফের উইকেট তুলে নেন সিরাজ। ভেতরের দিকে ঢুকে আসা বল সোজা সমরবিক্রমার পায়ে লাগে। ০ রানে ফেরেন তিনি। পরের বলেই আসালাঙ্কাকেও ফেরান সিরাজ। ফুল বলে শট খেলতে গিয়ে পয়েন্টে দাঁড়ান ইশান কিশানকে ক্যাচ দেন। ওভারের শেষ বলে সিরাজ আউট করেন ডি সিলভাকে। কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।  
মাত্র ৫০ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষদিকে ৩ উইকেট তুলে নেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জবাবে কোনও উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। ৪৩ ওভার বাকি থাকতেই ৫১ রান তুলে ফেলেন শুভমন গিল ও ইশান কিশান।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement