এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করল ভারতের পুরুষ হকি দল। রবিবার গ্রুপ পর্বের ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করলেন হরমনপ্রীত সিংরা।
শুরু থেকেই উজবেকিস্তানকে নাস্তানাবুদ কড়ে ছাড়ে এশিয়া চ্যাম্পিয়নরা। ৭ মিনিট থেকে শুরু হয় গোল। ৭ এবং ২৪ মিনিটে গোল করেন ললিত কুমার উপাধ্যায়। ১২ মিনিটে গোল করেন বরুণ কুমার। ১৭ মিনিটে গোল আসে অভিষেকের স্টিক থেকে। মনদীপ সিংহ গোল করেন ১৮, ২৭ এবং ২৮ মিনিটে। প্রথমার্ধেই ৭-০ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে ৩৮ মিনিটে অষ্টম গোল করেন বরুণ। কয়েক সেকেন্ড পরেই ৯-০ করেন সুখজিৎ সিংহ। ৩৮ মিনিটে ১০-০ করেন অমিত রুইদাস। ৪০ মিনিটের মাথায় গুরজিৎ সিংহ লাল কার্ড দেখায় ৫ মিনিটের জন্য ১০ জনে খেলতে হয় ভারতকে।
আক্রমণের ধার কমেনি ভারতের। ৪২ মিনিটে অভিষেকের গোলে ১১-০ করে ফেলে ভারত। সমশের সিং ২ মিনিট পরেই আবার গোল কড়ে স্কোর ১২-০ করেন। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে আরও ৪টি গোল করে ভারত। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ১৩তম গোল করে নিজের হ্যাটট্রিক করেন বরুণ।
পরের মিনিটে আবার আরও এক গোল করে ভারতকে ১৪-০ ব্যবধানে এগিয়ে দেন তিনিই। ১ মিনিট পর নিজের চতুর্থ গোল করেন ললিতও। ৫৭ মিনিটে ১৬তম গোলটি আসে সঞ্জয়ের স্টিক থেকে। ভারতের মোট আট জন খেলোয়াড় গোল করেছেন। হ্যাটট্রিক করেছেন তিন জন।
দাপটের সঙ্গেই এশিয়ান গেমস অভিযান শুরু করল ভারত। এরপর তাদের ম্যাচ মঙ্গলবার সিঙ্গাপুরের বিরুদ্ধে।