Advertisement

Asian Games 2023: ৯ বলে হাফসেঞ্চুরি, T20-তে ৩১৪ রান, রেকর্ড গড়ল নেপাল

এশিয়ান গেমসে (Asian Games 2023) ক্রিকেটে বড় নজির গড়ল নেপাল (Nepal)। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে ৩১৪ রান করার পাশাপাশি পাঁচ পাঁচটা রেকর্ড গড়ে ফেলল নেপালের ক্রিকেট দল। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম হাফ সেঞ্চুরি ছাড়াও এই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কাও মারা হয়েছে।

নেপাল দলনেপাল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2023,
  • अपडेटेड 10:27 AM IST
  • রেকর্ড গড়ল নেপাল
  • ২০ ওভারে ৩০০ পেরল নেপাল

এশিয়ান গেমসে (Asian Games 2023) ক্রিকেটে বড় নজির গড়ল নেপাল (Nepal)। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে ৩১৪ রান করার পাশাপাশি পাঁচ পাঁচটা রেকর্ড গড়ে ফেলল নেপালের ক্রিকেট দল। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম হাফ সেঞ্চুরি ছাড়াও এই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কাও মারা হয়েছে।


এর আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ২২টি ছক্কা মারার রেকর্ড ছিল। কিন্তু নেপাল এই ম্যাচে মোট ২৬টি ছক্কা মেরে নতুন বিশ্ব রেকর্ড করেছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির ও দ্রুততম সেঞ্চুরিও এসেছে এই ম্যাচে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন নেপালের ব্যাটসম্যান কুশল মাল্লা। মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ৩৫ বলে এই কীর্তি করেছিলেন রোহিত শর্মা ও ডেভিড মিলার।
 
এ ছাড়া শুধু টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম হাফ সেঞ্চুরি পূরণ করেছেন নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আরি। মাত্র ৯ বল খেলে এই রেকর্ড গড়েন তিনি। 

পাশাপাশি টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়ে ফেলেছে নেপাল। ২০ ওভারে ৩১৪ রান করে তারা। এশিয়ান গেমসের এ দিনের ম্যাচে মঙ্গোলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ঝড় তোলে নেপালের ব্যাটাররা। কুশল ভুরতেল ২৩ বলে ১৯ রান করেন। দলের অন্য ওপেনার আসিফ শেইখ ১৭ বলে ১৬ রান করেন। এরপরে ব্যাট হাতে ঝড় তোলেন কুশল মাল্লা। মাত্র ৩৪ বলে শতরান করেন তিনি। ৫০ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেন মাল্লা। এদিন তিনি ৮টি চার ও ১২টি ছক্কা হাঁকান। দলের অধিনায়ক রোহিত পৌদেল ২৭ বলে ৬১ রান করে আউট হন। এই সময়ে তিনি ২টি চার ও ছয়টি ছক্কা হাঁকান। তবে শো স্টপার হিসাবে মাঠে নামেন দীপেন্দ্র সিং আরি। মাত্র ৯ বলে ৫০ করেন তিনি। এদিন ১০ বলে অপরাজিত ৫২ রান করেন দীপেন্দ্র সিং আরি। মোট আটটি ছক্কা হাঁকান তিনি।    
 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement