Advertisement

ATK Mohun Bagan: এক মরশুমে একাধিক ক্যাপ্টেন, মোহন-কোচের কী ভাবনা?

বন্ধ দরজার আড়ালে গত কয়েকদিনের অনুশীলনে বল পজেশন এবং সেটপিস মুভমেন্টের ওপর জোর দেওয়া হয়েছে। এমনটাই সূত্রের দাবি। জুয়ান ফেরান্দো কিন্তু আই লিগের ক্লাবকে সমীহই করছেন।

এটিকে মোহনবাগানের অনুশীলন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2022,
  • अपडेटेड 9:50 PM IST
  • রাজস্থান এফসি-র বিরুদ্ধে ম্যাচ এটিকে মোহনবাগানের
  • ডুরান্ড কাপে নামছে এটিকে মোহনবাগান

মাল্টিপল ক্যাপ্টেন তত্ত্বে ভরসা রাখছেন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)।ই মরশুমে জনি কাউকো (Joni Kauko),শুভাশিস বসু, প্রীতম কোটালদের সঙ্গে সবুজ-মেরুনের নেতৃত্বের দায়িত্ব থাকবে ফ্লোরেন্তিন পোগবার হাতেও।। জন্মদিনের সকালে পোগবার হাতে বিশেষ দায়িত্ব দিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। ফ্লোরেন্তিন যে অল্প দিনেই দলের আস্থা অর্জন করেছেন তা ধরে নেওয়াই যায়। শনিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। তার আগে দলের ২৭ জনকে বেছে নেওয়া হয়। মরশুমের প্রথম ম্যাচ। তার উপর প্রতিপক্ষ সেভাবে চেনা নয়। তাই ম্যাচে নামার আগে বাড়তি সতর্কতা সবুজ মেরুনে। 

বল পজেশনে জোর দিচ্ছেন ফেরান্দো

বন্ধ দরজার আড়ালে গত কয়েকদিনের অনুশীলনে বল পজেশন এবং সেটপিস মুভমেন্টের ওপর জোর দেওয়া হয়েছে। এমনটাই সূত্রের দাবি। জুয়ান ফেরান্দো কিন্তু আই লিগের ক্লাবকে সমীহই করছেন। তিনি বলেন, “প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড আই লিগের দল হলেও যথেষ্ট ভালো দল। আমি ওদের খেলা দেখেছি। তাই ম্যাচটি আমাদের কাছে গুরুত্বপূর্ন।  প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময় কঠিন।  সেই জন্য আমাদের সতর্ক থেকে জেতার জন্য ঝাপাতে হবে।” মরশুমের প্রথম টুর্নামেন্টে ধাপে ধাপে লক্ষ্য স্থির করতে চান তিনি।

আরও পড়ুন: ধনশ্রীর নামে চাহাল পদবী হঠাত্‍ উধাও কেন? মুখ খুললেন যুজবেন্দ্র

এটিকে মোহনবাগানের অনুশীলন

কঠিন গ্রুপে এটিকে মোহনবাগান

ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal), মুম্বই সিটি এফসি (Mumbai City FC), রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি রয়েছে এটিকে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে। কঠিন এই গ্রুপ থেকে সাত-আট পয়েন্ট তুলে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করতে চান ফেরান্দো। এটিকে মোহনবাগান কোচ বলেন, “কঠিন গ্রুপে পড়েছি আমরা। পরের পর্বে যেতে হলে অন্তত সাত থেকে আট পয়েন্ট লাগবেই। আমাদের লক্ষ্য মোট চারটি ম্যাচে জয় তুলে নেওয়া। ডার্বি নিয়ে এখনই ভাবতে রাজি নই।  ধাপে ধাপে এগোতে চাই আমরা।” দলের পাঁচ বিদেশির পাশাপাশি দলের সামগ্রিক প্রস্তুতিতেও খুশি তিনি। তবে কোন চারজন বিদেশি খেলবেন তা ম্যাচের দিনই ঠিক করবেন বলে জানালেন ফেরান্দো।

Advertisement

আরও পড়ুন: শহরে ইমামি ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লিমা

আরও পড়ুন: সমুদ্রতটে নাতাশার সঙ্গে জমাটি রোম্যান্স হার্দিকের, দেখুন PHOTOS

আবারও ডুরান্ড জেতাই লক্ষ্য ফেরান্দোর

এফসি গোয়ার কোচ হিসেবে ডুরান্ড কাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। জার্সি বদলালেও  ডুরান্ড কাপ জয়ের আনন্দ থেকে বঞ্চিত হতে রাজি নন ফেরান্দো। গত মরশুমের তুলনায় দল শক্তিশালী। প্রস্তুতিতে খুশি হলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ না খেলতে পারার আক্ষেপ রয়েছে। তবে যা হয়ে গিয়েছে তা নিয়ে মাথাব্যথার চেয়ে মাঠে নেমে নিজেদের প্রমাণ করার তাগিদ শোনা গেল ফেরান্দোর গলায়। ভালো ফুটবল খেলে সমর্থকদের মন জয় করার পাশাপাশি মরশুমের প্রথম টুর্নামেন্ট জয়কে পাখির চোখ করছে এটিকে মোহনবাগান।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement