Advertisement

Pritam Kotal: মানবিক ফুটবলার প্রীতম, দাঁড়ালেন বিশেষ শারীরিক সক্ষমের পাশে, বাহবা নেটিজেনদের

ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিশেষভাবে শারীরিক সক্ষমকে উড়ালপুল পেরোতে সাহায্য করছেন এটিকে মোহনবাগান ফুটবলার। গাড়ির ভেতর থেকে তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে পিছন থেকে তাঁর ট্রাই সাইকেল রীতিমত ঠেলে নিয়ে যাচ্ছেন তিনি।

প্রীতম কোটাল প্রীতম কোটাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2022,
  • अपडेटेड 8:13 PM IST
  • ভিডিও ভাইরাল
  • বাহবা দিলেন নেটিজেনরা

শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও জেরে প্রশংসিত হচ্ছেন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ডিফেন্ডার প্রীতম কোটাল (Pritam Kotal)। ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিশেষভাবে শারীরিক সক্ষমকে উড়ালপুল পেরোতে সাহায্য করছেন এটিকে মোহনবাগান ফুটবলার। গাড়ির ভেতর থেকে তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে পিছন থেকে তাঁর ট্রাই সাইকেল রীতিমত ঠেলে নিয়ে যাচ্ছেন তিনি। শুধুমাত্র সবুজ-মেরুন সমর্থকরা নয়, সকলেই এই ভিডিও দেখে তারিফ করছেন প্রীতমের।

ঠিক কী ঘটেছিল?
প্রীতম তো শুধুমাত্র এটিকে মোহনবাগানের ফুটবলার নন তিনি ভারতীয় দলের ফুটবলার তাই ইস্টবেঙ্গল (East Bengal) মহমেডান (Mohammedan) সমর্থকেরা কুর্নিশ জানাচ্ছেন। এই ডিফেন্ডারকে। রাস্তায় নেমে তিনি যে কাজ করলেন তা দেখে সকলেই অবাক। তবে এই ভিডিওটি আজকের নয়। প্রীতম নিজেই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেই কথা। তিন চার দিন আগেকার ঘটনা সকালে জিম করে অফিসের দিকে যাচ্ছিলেন প্রীতম সেই সময় ডানলপ ব্রিজের কাছে এক বিশেষভাবে শারীরিক সক্ষম মানুষকে কষ্ট করে রোদের মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছে সেটা দেখেই গাড়ি থেকে নেমে আসুন প্রীতম শুধু ব্রিজ পার করতে সাহায্য করাই নয় তার ভাঙ্গা সাইকেল সারিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এই ডিফেন্ডার।

সাইকেল ভেঙে যাওয়ায় সমস্যা
প্রীতম জানতে পারেন কোন এক্সপ্রেস ওই ছাড়িয়ে সেই ব্যক্তির বাড়ি। ডানলপ এর কাছে এসেছিলেন একটা কাজে, সেই সময় সাইকেল ভেঙে যাওয়ায় সমস্যা হয় বাড়ি ফিরে যাওয়াই অসুবিধা রায়। সেই সময় প্রীতম এগিয়ে আসেন।

আরও পড়ুন

ফুটবলারকে সাহায্য করেছিলেন প্রীতম 

এর আগে এক বাংলাদেশি ফুটবলারকে সাহায্য করেছিলেন প্রীতম। বাংলাদেশের স্ট্রাইকার নাবিব নেওয়াজের পাশে দাঁড়ান তিনি। করোনার মধ্যে বাংলাদেশি ফুটবলারের চিকিৎসার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভারতীয় দলের ফুটবলার। কলকাতায় তাঁর অস্ত্রোপচার হয়। সেই সময় বাংলাদেশে লকডাউন। নাবিবকে দেশে ফেরাতে হিমশিম খেতে হয় প্রীতমকে। তবুও সেই কাজটা করেন তিনি।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement