ডুরান্ড কাপের (Durand Cup 2022) কোয়ার্টার ফাইনালে যাওয়ার অঙ্ক কঠিন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সামনে। তিন ম্যাচ খেলে এটিকে মোহনবাগানের পয়েন্ট চার। বুধবার তারা খেলতে নামবে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলেও পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে না সবুজ মেরুনের। ফলে ডুরান্ড কাপের ডার্বি জিততেও সত্যি পাচ্ছে না এটিকে মোহনবাগান। বুধবারের ম্যাচ জিতলে ৭ পয়েন্টে পৌঁছে যাবে তাঁরা যদিও রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে ফেলেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।
শেষ আটে চলে গিয়েছে মুম্বই
শুধু জেতা নয়, বড় ব্যবধানে রাজস্থান ইউনাইটেডকে হারিয়েছে তাঁরা। ৫-১ গোলে আই লিগের ক্লাবকে হারিয়েছে মুম্বই। সাত পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগানের পাশাপাশি পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে রয়েছে ইন্ডিয়ান নেভি, রাজস্থান ইউনাইটেড। রাজস্থান ৭ পয়েন্টে পৌঁছে গেলে এটিকে মোহনবাগানকে বিদায় নিতে হবে। কারণ সম্মুখ সমরে সবুজ-মেরুনকে হারিয়ে দিয়েছে রাজস্থান।
এটিকে মোহনবাগান পরের রাউন্ডে যেতে পারল কি না তার জন্য অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে ডার্বি জিতেও সমস্যায় পড়তে হতে পারে এটিকে মোহনবাগানকে। সোমবারও অনুশীলনে চলে এলেন ফুটবলাররা। বিকেলও ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) হারানোর আনন্দ দেখা গেল গোষ্ট পাল সরণির ক্লাবে। সেখানে ডার্বি জয় নিয়ে আলোচনা চললেও সমর্থকের সংখ্যা বেশ কম। অনুশীলন শেষে ফুটবলারদের কাছে জয় উপহার দেওয়ার আব্দার কিন্তু ছিলই।
ক্লান্তি গ্রাস করছে এটিকে মোহনবাগানকে
পরপর ম্যাচ খেলতে হচ্ছে তাই অসন্তষ রয়েছে। তবে তাকে অজুহাত হিসেবে খাড়া করতে নারাজ জুয়ান ফেরান্দো। ফের অনুশীলনে নেমে পড়লেন দল নিয়ে। ডার্বিতে যারা খেলেছেন তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল। মাঠে কয়েক পাক দৌড়ে হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসোরা ফিরে যান হোটেলে। বাকিরা অনুশীলন করলেন। তবে দলের গোলের সুযোগ নষ্ট করা যে চিন্তায় রেখেছে তা জুয়ান ফেরান্দো গোপন করছেন না।