রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটির বিকল্প খুঁজছে এটিকে মোহনবাগান। তবে সে ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে সবুজ-মেরুন কর্তাদের। কারণ, এখন ট্রান্সফার মার্কেট খোলা থাকলেও ভাল মানের বিদেশি স্ট্রাইকার পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ফলে ডিফেন্স শক্তিশালী হলেও গোল করবে কে? তা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এটিকে মোহনবাগানকে। মূলত এএফসি কাপের কথা চিন্তা করেই ডিফেন্স পোক্ত করতে চেয়েছেন জুয়ান ফেরান্দো। আর সেই কাজটা করতে গিয়েই সমস্যা হয়ে গিয়েছে।
গোল করার ক্ষেত্রে স্বদেশী ফুটবলারদের উপরেই বেশি নির্ভর করতে হবে ফেরান্দোকে। কারণ স্ট্রাইকার হিসেবে এক জন ফুটবলারকে নিতে পারবে এটিকে মোহনবাগান। মরশুমের মাঝে তাঁর চোট হলে বা কার্ড সমস্যা হলে গোল করার জন্য লিস্টন কোলাসো, মনবীর সিং বা কিয়ান নাসিরির দিকেই তাকিয়ে থাকতে হবে এটিকে মোহনবাগানকে।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলকে ব্যান করতে পারে FIFA, সরতে পারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও?