রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটির বিকল্প খুঁজছে এটিকে মোহনবাগান। তবে সে ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে সবুজ-মেরুন কর্তাদের। কারণ, এখন ট্রান্সফার মার্কেট খোলা থাকলেও ভাল মানের বিদেশি স্ট্রাইকার পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ফলে ডিফেন্স শক্তিশালী হলেও গোল করবে কে? তা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এটিকে মোহনবাগানকে। মূলত এএফসি কাপের কথা চিন্তা করেই ডিফেন্স পোক্ত করতে চেয়েছেন জুয়ান ফেরান্দো। আর সেই কাজটা করতে গিয়েই সমস্যা হয়ে গিয়েছে।
গোল করার ক্ষেত্রে স্বদেশী ফুটবলারদের উপরেই বেশি নির্ভর করতে হবে ফেরান্দোকে। কারণ স্ট্রাইকার হিসেবে এক জন ফুটবলারকে নিতে পারবে এটিকে মোহনবাগান। মরশুমের মাঝে তাঁর চোট হলে বা কার্ড সমস্যা হলে গোল করার জন্য লিস্টন কোলাসো, মনবীর সিং বা কিয়ান নাসিরির দিকেই তাকিয়ে থাকতে হবে এটিকে মোহনবাগানকে।
আরও পড়ুন: টোলপ্লাজায় বচসা, কর্মীকে চড় কষালেন গ্রেট খালি! Viral Video
চাইলেও ভাল মানের বিদেশি আনতে পারছেন না এটিকে মোহনবাগান কর্তারা। কারণ,যারা গত মরশুমে ভাল খেলেছিলেন তাদের কেউই ফ্রি নেই। কোনও না কোনও দলের সঙ্গে চুক্তি করে ফেলেছেন। সে ক্ষেত্রে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাদের নিতে হবে। অনেক ফুটবলারকে পছন্দ হলেও এই কারণেই আটকে যাচ্ছেন এটিকে মোহনবাগান কর্তারা। বিদেশি সই না হলেও এটা মানতেই হবে ভারতীয় ফুটবলারদের নিয়ে গড়া এটিকে মোহনবাগানের আক্রমণভাগ অন্যতম সেরা। গত মরশুমে রয় কৃষ্ণা ভাল ফর্মে ছিলেন না। হয়ত তিনি ফেরান্দোর স্ট্র্যাটেজির সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলকে ব্যান করতে পারে FIFA, সরতে পারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও?
পাঁচ বিদেশিকে সই করিয়ে ফেলেছে এটিকে মোহনবাগান
ফ্লোরেন্টিন পোগবা, নিঃসন্দেহে এই বছরের সেরা চমক ছিল। তবে কার্ল ম্যাকহিউ, জনি কাউকো, হুগো বুমোস ও ব্রেন্ডন হামিলকে এই মরশুমে সবুজ-মেরুন জার্সিতেই দেখা যাবে। ফলে এখনও আরও এক বিদেশি ফুটবলার সই করার সুযোগ থাকছে ফেরান্দোর সামনে। শোনা যাচ্ছে, সই হয়ে যেতে পারে সন্দেশ ঝিঙ্গনেরও। আগামী দুই এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেবেন তিনি।