Advertisement

ATK Mohun Bagan: কলকাতায় নয়, কোথায় AFC কাপ খেলতে হতে পারে ATK মোহনবাগানকে?

৭ সেপ্টেম্বর যুবভারতীতে কুয়ালালামপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের। তবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। ভিসা পাছে না কুয়ালালামপুরের দলটি।

এটিকে মোহনবাগান এটিকে মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2022,
  • अपडेटेड 1:34 PM IST
  • যুবভারতীতে খেলতে পারবে এটিকে মোহনবাগান?
  • ভিসা নিয়ে জটিলতা

কলকাতায় নাও হতে পারে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) এএফসি ইন্টারজোনাল (AFC Inter Zonal) সেমিফাইনাল। কুয়ালালামপুর গিয়ে এই ম্যাচ খেলতে হতে পারে তাদের। ৭ সেপ্টেম্বর যুবভারতীতে কুয়ালালামপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের। তবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। ভিসা পাছে না কুয়ালালামপুরের দলটি। এই সমস্যা না মিটলে মালয়শিয়া উড়ে যেতে হবে জনি কাউকো (Joni Kauko), পোগবাদের (Florentine Pogba)। 

কেন এই সমস্যা?
ফিফার ব্যান ছিল ভারতীয় ফুটবলের উপর। ১৫ আগস্ট ভারতীয় ফুটবলে তৃতীয় ব্যাক্তির হস্তক্ষেপের কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করে ফিফা (FIFA)। যদিও সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ-কে সরিয়ে দিতেই ব্যান তুলে নেয় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ফলে এখন আর এএফসি ইন্টারজোনাল সেমিফাইনালে খেলতে সমস্যা নেই এটিকে মোহনবাগানের। তবে এতদিন ব্যান থাকায় ভিসার জন্য আবেদন করেনি কুয়ালালামপুরের ক্লাব। ফলে ৭ তারিখের ম্যাচের আগে নতুন করে ভিসার জন্য আবেদন করলে তা এখনই পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। যার ফলে,কুয়ালালামপুরে গিয়ে খেলতে হতে পারে এটিকে মোহনবাগানকে। 

আরও পড়ুন

ডুরান্ড কাপে পরের রাউন্ডে যাওয়ার অঙ্ক কঠিন সবুজ-মেরুনের সামনে

ডুরান্ড কাপে পরের রাউন্ডে যাওয়া কঠিন হয়ে যেতে পারে এটিকে মোহনবাগানের জন্য। তিন ম্যাচ খেলে এটিকে মোহনবাগানের পয়েন্ট চার। বুধবার তারা খেলতে নামবে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলেও পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে না সবুজ মেরুনের। ফলে ডুরান্ড কাপের ডার্বি জিততেও সত্যি পাচ্ছে না এটিকে মোহনবাগান। বুধবারের ম্যাচ জিতলে ৭ পয়েন্টে পৌঁছে যাবে তাঁরা যদিও রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে ফেলেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।


শুধু জেতা নয়, বড় ব্যবধানে রাজস্থান ইউনাইটেডকে হারিয়েছে তাঁরা। ৫-১ গোলে আই লিগের ক্লাবকে হারিয়েছে মুম্বই। সাত পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগানের পাশাপাশি পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে রয়েছে ইন্ডিয়ান নেভি, রাজস্থান ইউনাইটেড। রাজস্থান ৭ পয়েন্টে পৌঁছে গেলে এটিকে মোহনবাগানকে বিদায় নিতে হবে। কারণ সম্মুখ সমরে সবুজ-মেরুনকে হারিয়ে দিয়েছে রাজস্থান। 

 

                    

Read more!
Advertisement
Advertisement