Advertisement

ATK Mohun Bagan vs Bengaluru FC ISL Final 2023 Update: চ্যাম্পিয়ন মোহনবাগান, ৮ বছরের আগের স্মৃতি ফেরালেন বিশাল

মোহনবাগান দলে একটাই পরিবর্তন করেছে। ফাইনালে দলে ফিরে এসেছেন আশিক ক্রুনিয়ান। দারুণ ছন্দে তিনি। তবে চোট পেয়ে বাইরে যেতে হয়েছে।  

দিমিত্রি পেত্রাতোস
Aajtak Bangla
  • গোয়া,
  • 18 Mar 2023,
  • अपडेटेड 10:24 PM IST
  • টাইব্রেকারে জিতল মোহনবাগান
  • টাইব্রেকারে গড়াতে পারে ম্যাচ।

ATK Mohun Bagan vs Bengaluru FC ISL Final 2023 LIVE Update: মোহনবাগান দলে একটাই পরিবর্তন করেছে। ফাইনালে দলে ফিরে এসেছেন আশিক ক্রুনিয়ান। দারুণ ছন্দে তিনি। তবে চোট পেয়ে বাইরে যেতে হয়েছে। ফাইনাল ম্যাচে দলে নেই সুনীল ছেত্রী।

টাইব্রেকারে জয় এটিকে মোহনবাগানের

অ্যালান কোস্টার শট ডানদিকে গোলে আছড়ে পড়ল

পেত্রাতোস শট বাঁদিকের গোল

রয় কৃষ্ণা ডানদিকে মেরে গোল করেন উল্টো দিকে ঝাঁপান বিশাল

লিস্টন কোলাসো বাঁ দিকে শট গোলে ডানদিকে ঝাঁপান গুরপ্রীত

ব্রুনো রামিরেসের শট সেভ বিশালের। ডানদিকে ঝাঁপিয়ে সেভ। 

কিয়ানের শট বাঁ দিকে। সেভ করতে পারেননি গুরপ্রীত।

বাঁ দিকে শট করে গোল সুনীলের। 

মনবীরের ডানদিকের শট গোল
পাবলো পেরেজের শট বাইরে
 

গোল করতে পারতেন মনবীর

পেত্রাতোসের বল ধরে হেডে গোল করার সুযোগ এসেছিল মনবীরের কাছে। কিছুইতেই গোল পাচ্ছেন না তিনি। ম্যাচের ফল এখনও ২-২। 

সুযোগ নষ্ট রয় কৃষ্ণার

সহজ সুযোগ নষ্ট করলেন রয় কৃষ্ণ। ব্রেন্ডন হামিলের জায়গায় এই মরশুমে প্রথমবার সুমিত রাঠিকে নামালেন জুয়ান। 

এক্সট্রা টাইমের প্রথমার্ধ শেষ

প্রথমার্ধের শেষ। এগিয়ে যেতে পারেনি কোনও দলই। খেলার ফল ২-২। 

চার মিনিট অতিরিক্ত সময়

হলুদ কার্ড দেখলেন নামতে। ফ্রিকিক থেকে গোল করার সুযোগ এসেছিল সুনীলের কাছে। তাঁর ব্যক ভলি বাইরে। 

আবার পেনাল্টি থেকে গোল করলেন পেত্রাতোস

শেষ মুহূর্তে বিতর্কিত সিদ্ধান্ত হিরিশ কুন্ডুর। পেনাল্টি পেয়ে গেল মোহনবাগান। মাঠে নেমেই পেনাল্টি এনে দিলেন কিয়ান নাসিরি। স্পট কিক থেকে গোল পেত্রাতসের। দ্বিতীয় গোল হয়ে গেল তাঁর। ২-২ গোলে সমতা ফেরাল মোহনবাগান। 

Advertisement

গোল করলেন রয়

৭৮ মিনিটে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দিলেন মোহনবাগান প্রাক্তনী। গোল করে ফেললেন রয় কৃষ্ণ। 

সুযোগ নষ্ট মোহনবাগানের

দারুণ শট লিস্টনের। কোনওমতে বাঁচালেন গুরপ্রীত। ফিরতি বলে সুযোগ এসেছিল পেত্রাতোসের কাছে। ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ তিনি। 

লিস্টন আসতেই গতি বাড়ল মোহনবাগানের

দারুণ শুরু করলেন লিস্টন। একের পর এক আক্রমণ তুলে আনছে মেরিনার্সরা। গোল আসবে?

আশিক ক্রুনিয়ানকে তুলে নিল মোহনবাগান

আশিকের জায়গায় দলে এলেন লিস্টন কোলাসো। 

মাঠে এলেন নামতে

গ্লেন মার্টিন্সকে তুলে নামতেকে নামালেন জুয়ান। আলেকজান্ডার জোভানোভিকে তুলে নিল বেঙ্গালুরু। চার ডিফেন্ডারে চলে গেল তারা। মাঠে এলেন পাবলো পেরেজ।

অ্যাডেড টাইমে গোল সুনীলের

পেনাল্টি বক্সের মধ্যে শুভাশিসের কড়া ট্যাকেল, পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরালেন সুনীল। ফাইনালে সুপার সাব সুনীল। শিবাশক্তির জায়গায় এসে পেনাল্টি থেকে গোল সুনীলের। বিশালকে উল্টোদিকে ফেলে গোল বেঙ্গালুরু ক্যাপ্টেনের। 

৩ মিনিট অতিরিক্ত সময়

গোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোহনবাগান। বিরতির আগে ব্যবধান বাড়াতে চাইছে তারা। অ্যাডেড টাইমে মনবীরের শট বাঁচালেন গুরপ্রীত। 

দারুণ সেভ বিশালের

আবারও বিপদ তৈরি করছেন জাভি। তাঁর শট কোনওমতে সেভ বিশালের। কর্নার পেল বেঙ্গালুরু।  

মাথা গরম করে ফেলছে বেঙ্গালুরু

হলুদ কার্ড দেখলেন বেঙ্গালুরুর কোচ সহ তিন জন।তালিকায় সুনীলও। সমস্যা বাড়ছে বেঙ্গালুরুর। 

পেনাল্টির আবেদন সুনীলদের

দারুণ ভাগ্যবান প্রীতম কোটাল। পেনাল্টি বক্সের মধ্যে রয় কৃষ্ণাকে সজোরে লাথি প্রীতমের। বল ছাড়া ট্যাকেল হলেও হরিশ কুন্ডু পেনাল্টি দেননি।

হলুদ কার্ড দেখলেন প্রবীর

মাথা গরম করে ফেলছেন প্রাক্তন মোহনবাগানী। আশিককে ফাউল করে হলুদ কার্ড দেখতে হল প্রবীরকে। 

দারুণ সেভ 

দুর্দান্ত ফুটবল। দারুণ ফ্রিকিক জাভির। সেভ করলেন বিশাল কাইতের। সমতা ফেরাতে পারত বেঙ্গালুরু। ডানদিকে ঝাঁপিয়ে বল বাইরে বের করেন বিশাল। 

ফাউল আদায় করলে সুনীল

দেখা যাবে সুনীল ছেত্রীর ম্যাজিক? গ্লেন মার্টিন্সের ফাউল থেকে এসে গেল সুযোগ। 

চাপে পড়ে যাচ্ছে বেঙ্গালুরু

ভুল করে ফেলছেন সুরেশরা। পাল্টা আক্রমণে মোহনবাগান। আশিকের শট সেভ করলেন গুরপ্রীত। 

একের পর এক আক্রমণ মোহনবাগানের

ব্যবধান বাড়ানোর লক্ষ্যে মোহনবাগান। অল্পের জন্য হুগো বুমোসের ভুলে গোল পেল না মোহনবাগান। 

গোল পেয়ে গেল মোহনবাগান

প্রাক্তন দলের বিরুদ্ধে ভুল করে ফেললেন রয় কৃষ্ণা। পেনাল্টি বক্সের মধ্যে ভেসে আসা বল ক্লিয়ার করতে গিয়ে হাত লাগিয়ে ফেলেন রয়। পেনাল্টি দেন রেফারি। গোল করেন পেত্রাতোস, ১-০ গোলে এগিয়ে মোহনবাগান।  

দারুণ ফুটবল সুনীলদের

গোলের দারুণ সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু। গোল করতে পারলেন না হাভি।  

খেলার গতি কিছুটা কমাতে চাইছে বেঙ্গালুরু

দুই উইং দিয়ে বারেবারে আক্রমণ আসছে মোহনবাগান। তাদের আটকাতে একটু গতি কমাতে চাইছে বেঙ্গালুরু।

গোল পেতে পারত মোহনবাগান

বেঙ্গালুরু ডিফেন্সকে ভাঙতে দ্রুত কাউন্টার অ্যাটাক শুরু করেম আশিক ক্রুনিয়ান। ডিফেন্সে ভুলও করে ফেলেছিল বেঙ্গালুরু। গোল এল না পেত্রাতোস বল ধরতে না পারায়।  

শিবাশক্তির চোট, মাঠে সুনীল

সুনীল নামতেই ছন্দে ফিরছে বেঙ্গালুরু। গোল তুলে নিতে পারবে তারা?

শুরু হল ম্যাচ

Advertisement

শুরুতেই বিপত্তি। মারাত্মক চোট পেয়ে মাঠের বাইরে শিবাশক্তি। নাক দিয়ে রক্ত পড়ছে তাঁর। স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হচ্ছে বেঙ্গালুরু এফসি স্ট্রাইকারকে। 

মাঠে কল্যাণ চৌবে

ফুটবলার ও রেফারিদের সঙ্গে পরিচয় করছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জাতীয় সঙ্গীত। 

মোহনবাগানের জার্সি পরে মাঠে ক্রীড়ামন্ত্রী

গোয়ায় মোহনবাগানের জার্সি পরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দেখা করলেন সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে।
 

অরূপ বিশ্বাস

দলে নেই সুনীল?

প্রথম একাদশে নেই সুনীল ছেত্রী! ফাইনালের লড়াইয়ে নেই অধিনায়কই। যদিও এর কারণ এখনও জানা যায়নি। শুরু হচ্ছে ম্যাচ। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement