Advertisement

ATK Mohun Bagan: খেলার মাঝেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন মোহনবাগান গোলরক্ষক, মাঠে অ্যাম্বুলেন্স

ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান।  ম্যাচ চলাকালীন হঠাৎ চোট পেয়ে অজ্ঞান হয়ে মাঠেই পড়ে গেলেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইত। মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

মাঠের ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Mar 2023,
  • अपडेटेड 10:26 PM IST
  • ম্যাচ চলাকালীন হঠাৎ চোট পেয়ে অজ্ঞান হয়ে মাঠেই পড়ে গেলেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল
  • তড়িঘড়ি মাঠের মধ্য়ে আনা হয় অ্য়াম্বুলেন্স

ম্যাচ চলাকালীন হঠাৎ চোট পেয়ে অজ্ঞান হয়ে মাঠেই পড়ে গেলেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইত। মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। ছুটে আসেন সকলেই। মাঠে ঢুকিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্সও। ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্লে অফের ম্যাচে দেখা গেল এমন দৃশ্য। যা দেখে শিউরে উঠেছেন ফুটবল ফ্যানরা।


ম্যাচের বয়স তখন ৫৯ মিনিট। সেই সময়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আর মাঠে নামানো হয়নি বিশালকে। তুলে নেওয়া হয় মোহনবাগান গোলরক্ষককে। তাঁর জায়গায় মাঠে নামানো হয় পরিবর্ত গোলরক্ষক আর্শ আনোয়ারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশালকে।


প্রথম গোলরোক্ষক আহত হলেও ম্যাচে জয় পেতে সমস্যা হয়নি এটিকে মোহনবাগানের। ওড়িশা এফসি-কে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুন শিবির।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement