Advertisement

T20 World Cup 2021, AUS vs SA: দুরন্ত স্মিথ-স্টয়নিস! জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু অজিদের

আবু ধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্বের প্রথম ম্যাচে মার্কাস স্টয়নিস তার স্নায়ু ধরে রেখেছিলেন এবং অস্ট্রেলিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটের জয়ের পথ দেখিয়েছেন শনিবার। শনিবারই ছিল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি২০ বিশ্বকাপের ম্যাচ। আর সেই ম্যাচের প্রথমেই বাজিমাৎ করল অস্ট্রেলিয়া। ICC T20 World Cup 2021| Australia Vs South Africa|

জয় পেয়ে গেল অস্ট্রেলিয়া দল। ছবি- টুইটার।জয় পেয়ে গেল অস্ট্রেলিয়া দল। ছবি- টুইটার।
Aajtak Bangla
  • আবুধাবি,
  • 23 Oct 2021,
  • अपडेटेड 7:42 PM IST
  • বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় অস্ট্রেলিয়ার
  • ৫ উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া
  • জয় দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু অজিদের

আবু ধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্বের প্রথম ম্যাচে মার্কাস স্টয়নিস তার স্নায়ু ধরে রেখেছিলেন এবং অস্ট্রেলিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটের জয়ের পথ দেখিয়েছেন শনিবার। শনিবারই ছিল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি২০ বিশ্বকাপের ম্যাচ। আর সেই ম্যাচের প্রথমেই বাজিমাৎ করল অস্ট্রেলিয়া।


১১৯ রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য শেষ দুই ওভার থেকে ১৮ রান প্রয়োজন ছিল, তারকা অলরাউন্ডার এনরিক নর্টজের বিরুদ্ধে ১০ রান তুলেছিলেন এবং তারপরে পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের একটি ডাবলস, দুটি বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়ার জন্য ৫ উইকেটের জয় নিশ্চিত করেছিলেন। দুই বল বাকি থাকতেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১৯.৪ ওভারে ১২১ রানে ৫ উইকেটে।

হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের পর বল হাতে ভালো শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। পেস যুগল কাগিসো রাবাদা এবং এনরিক নর্টজে অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নারের উইকেট দখল করেন, সঙ্গে কেশব মহারাজ মিচেল মার্শকে আউট করেন।

আরও পড়ুন

 

 

স্টিভ স্মিথ গ্লেন ম্যাক্সওয়েলের সাথে হাত মিলিয়ে চতুর্থ উইকেটে ৪২ রানের জুটি গড়েন কারণ অস্ট্রেলিয়ান জুটি দক্ষিণ আফ্রিকার বোলারদের তাদের দলকে পুনরুজ্জীবিত করতে হতাশ করেন।

৩৫ রানে স্মিথকে আউট করার জন্য এইডেন মারকারাম থেকে দক্ষিণ আফ্রিকার বিশেষ প্রচেষ্টার প্রয়োজন ছিল। গ্লেন ম্যাক্সওয়েলের মূল্যবান উইকেটে অস্ট্রেলিয়ানদের উপর তাবরায়েজ শামসি আরও দুর্দশা বাড়িয়েছিলেন।

এর আগে, অস্ট্রেলিয়ার বোলাররা শনিবার তাদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে ১১৮ রানে সীমাবদ্ধ করে অধিনায়ক অ্যারন ফিঞ্চের প্রথম বল করার সিদ্ধান্তকে সমর্থন করেছিল। জোশ হ্যাজেলউড (২/১৯), অ্যাডাম জাম্পা (২/২১), এবং মিচেল স্টার্ক (২/৩৩) এইডেন মার্করামের ৪০ রানের ইনিংস এবং কাগিসো রাবাদার ১৯ রানের আগে দক্ষিণ আফ্রিকার ১০০ ছাড়িয়ে যেতে সবচেয়ে খারাপ জায়গায় চলে যায় দক্ষিণ আফ্রিকা দল।

 

 

Advertisement

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ তারকাদের একজন, ওপেনার কুইন্টন ডি ককও রান পাননি। ফলে তাঁরা ১১৮ রানেই নিজেদের ইনিংস শেষ করেছিল। আর সেখান থেকেই অ্যাডভান্টেজে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া দল।

Read more!
Advertisement
Advertisement