Advertisement

Ricky Ponting on Virat Kohli: বিরাটকে বাদ দেওয়া উচিত? পন্টিং বললেন, 'আমি নির্বাচক হলে...'

আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ''আমি যদি ভারতীয় দলের নির্বাচক হতাম তবে বিরাটকে এখনই বাদ দিতাম না। বিরাটকে বাদ দিলে তাঁর জায়গায় অন্য কেউ আসবে। সে যদি ভাল খেলে দেয়, তবে বিরাটের প্রত্যাবর্তন করা বেশ কঠিন হবে।'' 

রিকি পন্টিং ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 11:31 AM IST
  • বিরাটের পাশেই পন্টিং
  • একেবারেই ফর্মে নেই কোহলি

একেবারেই ফর্মে নেই ভারতের প্রাক্তন অধহিনায়ক বিরাট কোহলি। এই বছরেই অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ। সেই দলে তিনি কি জায়গা পাবেন? তা নিয়ে নানা মহলে শুরু হয়ে গিয়েছে নানা ধরনের জল্পনা। প্রায় সকলেই বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। এবার এই বিষয় মুখ খুললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। এখনই বিরাটকে দল থেকে বাদ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ''আমি যদি ভারতীয় দলের নির্বাচক হতাম তবে বিরাটকে এখনই বাদ দিতাম না। বিরাটকে বাদ দিলে তাঁর জায়গায় অন্য কেউ আসবে। সে যদি ভাল খেলে দেয়, তবে বিরাটের প্রত্যাবর্তন করা বেশ কঠিন হবে।'' 

আরও পড়ুন: অনুষ্কা-ভামিকাকে নিয়ে প্যারিসে কেমন ছুটি কাটাচ্ছেন বিরাট? দেখুন

শুধু তাই নয়, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার উদ্দেশ্যেও পরামর্শ দিয়েছেন পন্টিং। তিনি বলেন, ''আমি যদি এখন ভারতীয় দলে কোচ বা অধিনায়ক হিসেবে থাকতাম তবে বিরাটের পাশেই থাকতাম।'' রোহিত শর্মাও কিছুদিন আগে বিরাটের পাশেই দাড়িয়েছিলেন।

আরও পড়ুন: ব্যায়াম করতে করতেই বিরাটের ভাংড়া নাচ, ঝড়ের গতিতে VIRAL VIDEO

বিরাট কোহলি দীর্ঘদিন রান পাচ্ছেন না

বিরাট কোহলি গত আড়াই বছর ধরে সেঞ্চুরি করতে পারছেন না, সাম্প্রতিক সময়ে তিনি ভাল ইনিংসও খেলতে পারছেন না। বারবার ভাল শুরু করেও আউট হয়ে যাচ্ছেন। এই কারণেই তাঁকে টেস্ট ও টি২০  দল থেকে বাদ দেওয়ার কথাও উঠেছে।

আরও পড়ুন: ভারত VS পাকিস্তান ম্যাচ, ১২ লক্ষ টিকিট শেষ

পন্টিং মনে করেন, বিরাট ভারেতীয় দলে থাকলে এখনও বিপক্ষের কোচ ও অধিনায়করা ভয় পায়। পাশাপাশি তিনি এটাও মনে করেন এই জায়গা থেকে বিরাটের ফেরা বেশ কঠিন। তবে অসম্ভব নয়। পন্টিং বলেন, ''আমি বিপক্ষ দলের ক্যাপ্টেন হলে, বিরাট ভারতীয় দলে থাকলে আমি ভয় পেতাম। আমি জানি ফর্মে ফেরাটা এখন বিরাটের জন্য কঠিন, কিন্তু এটা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই ঘটে। বোলার হোক বা ব্যাটসম্যান, কোনো না কোনো সময় তাকে এমন একটা পর্যায়ের মুখোমুখি হতেই হয়।''

Advertisement

আরও পড়ুন: ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন বিরাট-রোহিত, শীর্ষস্থান গেল বুমরারও

রিকি পন্টিংয়ের আগে, রোহিত শর্মা, সুনীল গাভাস্কার, বাবর আজম, জস বাটলার সহ বেশ কয়েকজন বড় ক্রিকেটার বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছেন বিরাট কোহলি। তিনি বর্তমানে এক মাসের বিশ্রামে রয়েছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফররত টিম ইন্ডিয়ার সঙ্গে তিনি থাকবেন না।        

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement