Advertisement

Damien Martyn: মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে আচমকা কোমায় বিখ্যাত অজি ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন, কী এই রোগ?

প্রাক্তন বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন গুরুতর অসুস্থ। তিনি এই মুহূর্তে কোমায় রয়েছে বলে জানিয়েছেন তাঁর সতীর্থ তথা অপর প্রাক্তন ক্রিকেটার গিলক্রিস্ট। মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়েছেন তিনি। কী এই রোগ?

ড্যামিয়েন মার্টিন ড্যামিয়েন মার্টিন
Aajtak Bangla
  • ব্রিসবেন, অস্ট্রেলিয়া ,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 10:55 AM IST
  • প্রাণঘাতী রোগে আক্রান্ত বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার
  • এই মুহূর্তে কোমায় রয়েছে ড্যামিয়েন মার্টিন
  • সতীর্থর হেলথ আপডেট দিয়েছেন গিলক্রিস্ট

প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন প্রাণঘাতী রোগ মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে লড়াই করছেন। তাঁকে কোমায় রাখা হয়েছে। ২৬ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ব্রিসবেনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গিয়েছে, ৫৪ বছর বয়সি মার্টিন মেনিনজাইটিসে ভুগছেন। এটি একটি রোগ যা মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে ঘিরে থাকা আবরণে প্রদাহ সৃষ্টি করে এবং এর ফলে মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব দেখা দিতে পারে। যা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা পরজীবী দ্বারা হতে পারে এবং জ্বর, তীব্র মাথাব্যথা ও ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। দ্রুত চিকিৎসা না করালে স্থায়ী ক্ষতি বা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। 

মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট তাঁর শারীরিক অবস্থার কথা জানান। ক্রিকেট ডটকম ডট এইউ-কে গিলক্রিস্ট বলেন, 'ড্যামিয়েন সর্বোত্তম চিকিৎসা পাচ্ছে। তার সঙ্গী আমান্ডা ও পরিবার জানেন, অসংখ্য মানুষ তাঁর জন্য প্রার্থনা ও শুভকামনা পাঠাচ্ছেন।'

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গও মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন,'ড্যামিয়েনের অসুস্থতার খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। এই কঠিন সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং পুরো ক্রিকেট সমাজের পক্ষ থেকে তার প্রতি রইল আন্তরিক শুভকামনা।'

ড্যামিয়েন মার্টিনের ক্রিকেট কেরিয়ার
১৯৯২ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মার্টিনের। সেই ম্যাচে তিনি দুই ইনিংসে করেন ৩৬ ও ১৫ রান। পরবর্তীতে তাঁর মার্জিত ব্যাটিং ও স্ট্রোকপ্লের জন্য পরিচিতি লাভ করেন তিনি।

অস্ট্রেলিয়ার স্বর্ণালী যুগে ১৯৯০-এর শেষভাগ থেকে ২০০০-এর দশক পর্যন্ত মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্টিন। তিনি অস্ট্রেলিয়ার ১৯৯৯ ও ২০০৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অপরাজিত ৮৮ রান করে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেই ম্যাচে রিকি পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ৩৫৯/২ রানের বিশাল স্কোরে পৌঁছে দেন। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অস্ট্রেলিয়ার সাফল্যে বড় ভূমিকা রাখেন মার্টিন। টুর্নামেন্টে তিনি পাঁচ ইনিংসে ২৪১ রান করেন ৮০.৩৩ গড়ে, যার মধ্যে ছিল দুটি অর্ধশতক। এছাড়া ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ২-১ টেস্ট সিরিজ জয়েও তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। সিরিজে তিনি করেছিলেন ৪৪৪ রান। 

Advertisement

ড্যামিয়েন মার্টিন তার টেস্ট ক্যারিয়ারে ৬৭ ম্যাচে ৪ হাজার ৪০৬ রান করেন ৪৬.৩৭ গড়ে, যেখানে রয়েছে ১৩টি শতক ও ২৩টি অর্ধশতক। ওয়ানডেতে তিনি করেন ৫ হাজার ৩৪৬ রান। ৫টি শতক ও ৩৭টি অর্ধশতক রয়েছে এর মধ্যে। এছাড়া ৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার রান ছিল ১২০। 

বর্তমানে পুরো ক্রিকেট বিশ্ব প্রার্থনা করছে এই ব্যাটারের দ্রুত আরোগ্যের জন্য। 

 

Read more!
Advertisement
Advertisement