পাকিস্তানের বাবর আজম একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক হিসাবে সবচেয়ে দ্রুত ১০০০ রান করেছেন। বুধবার মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৩ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েন বাবর। মাত্র ১৩ ইনিংসে হাজার রান করে ফেলেছেন বাবর।
পাকিস্তানি অধিনায়ক এই বিষয়ে প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলেছেন, যিনি অধিনায়ক হিসাবে ১৭টি ইনিংসে ১০০০ রান করেছিলেন। এর পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (১৮) এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (২০)।
এছাড়াও, বাবর আজম এখন বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি একদিনের আন্তর্জাতিকে দুইবার টানা তিনটি ম্যাচে পরপর সেঞ্চুরি করেছেন। এই ম্যাচে সেঞ্চুরি করার আগে এপ্রিলে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন বাবর। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি করলেন বাবর।
দ্রুততম হাজার ওয়ানডে রান (অধিনায়ক হিসেবে):
বিরাট কোহলি (ভারত) - ১৭ ইনিংস
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) - ১৮ ইনিংস
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) - ২০ ইনিংস
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) - ২১ ইনিংস
সৌরভ গাঙ্গুলি (ভারত) - ২২ ইনিংস
পাকিস্তান ৫ উইকেটে জয়ী
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩০৫ রান করে। শাই হোপ তাঁর ওয়ানডে কেরিয়ারের ১২তম সেঞ্চুরি করার করার পাশাপাশি ১২৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। শামরা ব্রুকস ৭০ ও রোভম্যান পাওয়েল ৩২ রান করেন। পাকিস্তানের হয়ে হারিস রউফ ৪টি ও শাহীন শাহ আফ্রিদি নেন ২টি উইকেট।
জবাবে পাকিস্তান ৪৯.২ ওভারে পাঁচ উইকেটে ৩০৬ রান করে ম্যাচ জিতে নেয়। বাবর আজম খেলেন সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস,যাতে সাতটি চার ছিল। একই সঙ্গে ইমাম-উল-হক ৬৫, মহম্মদ রিজওয়ান ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া শেষ ওভারে ২৩ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন খুশদিল শাহ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন আলজারি জোসেফ।